আজ অনেক দিন পর এই ব্লগে আসলাম। এক সময় অনেক সরব ছিলাম, কিন্তু কালের পরিক্রমায় ব্যস্ততার বোঝা এতটাই ভারী হয়ে উঠেছিল যে সময় করে উঠতে পারি নাই। আজ যাও আসিলাম তাও আবার সহায়তা চাওয়ার জন্য। তাই নিজেকে খুব নির্লজ্জ মনে হচ্ছে।

বড়দের কাছে শুনেছিলাম ভিক্ষুকের নাকি লজ্জা থাকতে নেই

তাই পরিচিত কেউ যদি এখন একটিভ থাকেন তাহলে দয়া করিয়া লজ্জা দিবেন না।

আসল কথায় আসি, আমার এক্সেল বিষয়ক একটু সহায়তা প্রয়োজন। আমি একটি বিশেষ এক্সেল ফাইলের একটি কলামের তারিখ ও সময় এর ফরমেট পরিবর্তন করিতে পারিতেছিনা। যারপরনাই চেষ্টা করিবার পরেও আমি অতিষ্ট হইয়া এক্সপার্ট এডভাইস পাওয়ার আশায় ব্লগে আসিলাম।
কলামে এই ভাবে দেয়া আছে
Date & Time
20170518150042
20170518124843
20170518074700
20170518071920
20170517201613
20170517201519
20170517174409
20170517150554
আমি বুঝার সুবিধার জন্য এই ভাবে করতে চাইতেছি কিন্তু এই ফাইলের এই একটা কলামের উপর কোনো ভাবেই কোনো ঝাড়ফুকে কাম হইতেছে না।
Date & Time
2017-05-18 ,15-00-42
2017-05-18 ,12-48-43
2017-05-18 ,07-47-00
2017-05-18 ,07-19-20
2017-05-17 ,20-16-13
2017-05-17 ,20-15-19
2017-05-17 ,17-44-09
2017-05-17 ,15-05-54
এক্সেল ফাইলেটির ডাউনলোড লিঙ্কটি এইখানে
যদি কেউ পারেন তবে বিস্তারিত বর্ননা সহ দিয়ে আমার প্রতি একটু সহায়তার হাত বাড়িয়ে দিয়ে বাধিত করিবেন।
সবাইকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৭ বিকাল ৪:১৪