একটা সময় ছিলো যখন ভাবতাম মানুষ কেনো পেছনে ফিরতে চায়,আমার তো ইচ্ছা করে না,আমার কেবলি ইচ্ছা হয় সামনে কি আছে দেখি,কেনো অকারণে পেছনে তাকাতে চাওয়া!
এখন বারবার পেছনে ফিরতে চাই । ছোটবেলার কথাগুলো আজকাল এত বেশী মনে পড়ে। একদম ছোট যখন, বিকালে আব্বুর সাথে বাড়ীর সামনের খোলা জায়গাটায় বসতাম, অনেকটা যায়গা পুরোটা সবুজ ঘাসে মোড়া। চোখ বন্ধ করলে সেই সবুজ এখনো দেখি আমি। হাত ধরে হাটছি ,ঘাসে বসে টুকটুক করে গল্প। এখন সেই জায়গাটা আর সবুজ নেই , গতবার যখন বাড়ীতে ফিরলাম দেখি সেই খোলা জায়গাটাড়ে মাথা উচু করে দাড়িয়ে আছে আমাদের নতুন বাড়ী। অবশ্য ওটা এখন আর আমাদের বাড়ী বলা যাবে কি! আমিই তো এখন আলাদা। আমার বাড়ী আলাদা, সবই আলাদা। এটাও এক অদ্ভুত নিয়ম,মেয়েদের ছোটবেলার ''আমাদের বাড়ী'' আর বড়বেলার আমাদের বাড়ী এক নয়। ছোটবেলার " আমাদের বাড়ীটা" এখন "বাবার বাড়ী" বলার নিয়ম বোধহয়!!
দেশে যাওয়ার পরিকল্পনা চলছে সে যাবে তার বাড়ী আর আমি বাবার বাড়ী।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১০ রাত ১২:৫৪