হঠাৎ ভাবি,
একলা যখন ছিলাম আমি;
ইচ্ছে হয়ে তুই যে ছিলি,
সযতনে লুকিয়ে রাখা, বুকের ভেতর স্বপ্ন দামী।
ঠিক দুপুরে,
রঙিন হতো ক্লান্ত সময়;
এখন শুধুই স্তব্ধ প্রহর,
হয়না চোখে তোকে ছোঁয়া, বুকের ভেতর ইচ্ছেরা ক্ষয়।
অসীম ছিল,
রাতগুলি সব আপন আলোয়;
সন্ধ্যা এখন দীর্ঘ মলিন,
নীল জানালায় দৃষ্টি হারাই, শূন্যতার এই নিকষ কালোয়।
তুই তো ছিলি,
অভিমানী কন্যা যে এক;
বদলে গেছি হয়তো দুজন,
চিনতে কি তুই আমায় পারিস, স্মৃতির পানে তাকিয়ে দেখ।
তবুও যখন,
নীল খামে তুই আঁকিস ছবি;
বুকের ভেতর ঢেউ সাগরের,
তোরই পানে আসে ছুটে, হারিয়ে যাওয়া তোর সে কবি।