হৃদয় ওমের খুব কাছেতেই,
জমা আছে বুঝি।
যে হাত ছুঁয়ে ভালোবাসার কাঁপন দিলি মেখে;
দৃষ্টি নিমেশ, অবাক তাকাই-
সত্যি স্বপন এঁকে।
বুক দুরদুর, সেই যে প্রহর দুজন মুখোমুখি;
ভালোবাসার ঘাসফড়িং এর,
হঠাৎ উঁকি ঝুঁকি।
অচীন কোন অনুভবের জোয়ার- গহীন মনে;
অথচ দেখ্, কষ্ট কতোই
ছিল স্মৃতির কোণে!
প্রথম দেখার ভালোলাগা, ঠুনকো নিঠুর কথায়;
কাঁচ চুরমার স্বপ্নরা সব,
কষ্ট গোপন ব্যথায়!
তবুও, ভালোবাসার জোয়ার; গাঙের দুকুল ছাঁপি;
সব দেখা তাই, হয় যে প্রথম,
প্রনয় সুখে কাঁপি।
কোকিল ডাকা বসন্ত আজ, ফাগুণ বুঝি শেষ;
ভয় কিছু নেই; থাকবে তবু,
ভালোবাসার রেশ।