ভালোবাসায়; ভুলতে যদি নাইবা পারিস,
ফেলে আসা স্মৃতির আকাশ,
তোর ঘৃণাতেই মেঘলা হবে।
যাক হারিয়ে সুখ;
পায়ে পায়ে সে পথ চলার প্রহর হারাক;
ফিরে পেতে চাইনা যে আর,
আপন আঁধার; দুখ।
যায় পেরিয়ে প্রহর,
থমকে দাড়াই, কৃষ্ণচূড়া ছাওয়া পথে;
না পাওয়া সেই তোর ঠিকানার,
অচেনা এই শহর।
তবুও স্মৃতির পাতায়;
জড়িয়ে থাকে, প্রথম ছোঁয়ার পরশ টুকু;
লুকিয়ে রাখি সযতনে,
মনের গোপন খাতায়।
আজও স্বপন বুনি,
অবহেলায়, তোর দেয়া সেই শেষ চিঠিটা;
মিথ্যে ভেবে প্রতিক্ষাতে
অলীক সে ক্ষণ গুণি।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১০ রাত ১:০৯