খেলায় হেলায় সন্ধ্যা ঘনায়- বসন্তদিন যায়।
অভিমানের দেয়াল তুলে যখন থাকিস সরে;
অবহেলার ধুসর ধুলা খোলা খামের 'পরে।
থমকে থাকে দৃষ্টি নিমেষ, দুর কোন এক ছায়ায়;
অপেক্ষারই প্রহর কাটে, অবুঝ কোন মায়ায়।
অনেক চাওয়া- অল্প পাওয়া, অনেকটুকুই সুখ;
আমার আপন আঁধার যে তুই; আমার আপন দুখ।
বাঁধ ঘেরা কোন অভিমানে, নিজেই থাকিস বন্দী;
ভালবাসার নেশা সে হায়- মহুয়া মাতাল গন্ধী!
পেছন ফিরে বছরটাকে আবার দেখিস যদি;
বুঝবি যে তুই, ছিলি আমার -ভালবাসার নদী।
শেষ সীমানায় দুহাত বাড়াই - বুকে উছল ঢেউ
মন জানে তুই আছিস কোথায়, দৃষ্টিতে নেই কেউ!
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১০ রাত ১:১৩