মিছেই তোরে ভুলতে চাওয়া।।
বুকের ভেতর- ব্যাথার কপাট-
দুঃখ হাওয়ার আসা যাওয়া,
স্মৃতির মেঘে মুখ তুলে চাই
তুই যে ছিলি শ্যামল ছায়া।
কষ্ট নদীর ভাবনা স্রোতে
ঝিলিক যে দেয় -তোর ই কথা;
নিখোঁজ পথে, একলা রথে
তোর ই খোঁজে ছুটে চলা।
তুই যে আমার কান্না শিশির
ঘাসের 'পরে আদর নিশীর-
না ঘুমানোর প্রহর- মেলায়......
তোর ই কথার ভাবনা খেলায়।
বৃথাই ভাবি ভুলে যাব-
এমনটা 'তুই'- কোথায় পাব?।
মায়া হয়েই- নাহয় থাকিস
ছায়ার কালোয়.....- আমায় রাখিস।।
ভয়ে ভয়ে একটা কবিতার অপচেষ্টা করলাম!

যারা অকবিতা বিরোধী আন্দোলনে আছে, তাদের আস্বস্ত্য করতে চাই- এই স্পর্ধা নেহায়েতই সাময়িক ও ব্যাক্তি কেন্দ্রিক!


সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৭