এই লেখাটি আগে পড়ে আসুন -
Click This Link
এখানে আমি বি.এন.পি. এবং আওয়ামী লীগের নির্বাচনী স্ট্রাটেজীর কথা বলেছিলাম - বি.এন.পি. ছিল প্রতিবাদী এবং আওয়ামী লীগ ছিল আপোষকামী। এখন মহাজোটের বিজয়ের মাধ্যমে এটাই প্রমানিত হল যে বাংলাদেশের মানুষ মুলত আপোষকামী।
মানুষ আশংকা করেছে যে যদি ৪দলীয় জোট জেতে তাহলে বর্তমান সরকারের সাথে তাদের বিরোধ দেখা দেবে - তার চেয়ে মহাজোটকে জিতিয়ে দিলে কোন সমস্যা হবে না - যেহেতু তারা আগেই এই সরকারের সকল কাজের বৈধতা দেবে বলে ঘোষনা দিয়েছে।
৪ দলীয় জোটের আর একটা প্রচারনা ছিল পরাশক্তির বিরুদ্ধে - তাদের বক্তব্য ছিল ১/১১ এর মাধ্যমে দেশে মুলত পরাশক্তির শাষন প্রতিস্ঠিত হয়েছে। সেখান থেকে মুক্তির জন্যই তারা নিজেদের পক্ষে ভোট চাচ্ছিল। কিন্তু এর প্রতিকৃয়া হয়েছে উল্টো। মানুষ মনে করেছে - ইন্ডিয়া, আমেরিকা, ইউরোপেরমত পরাশক্তির বিপরিতে দাড়িয়ে কিছু করার ক্ষমতা বাংলাদেশের নাই। সুতরাং ৪ দলকে ভোট দিয়ে বিদেশী শক্তির সাথে গ্যাঞ্জামে যাবার কোন প্রয়োজন নাই।
আমি নিজে ছিলাম এই আপষকামীতার বিরুদ্ধে। তাই আমার দেশের মানুষকে এই ভুমিকায় দেখে স্বভাবতই আমি আশাহত। তবে এই আপোষকামী মানষিকতা আমাদের জন্য কল্যানকর হবে কি না, জাতি হিসেবে বিশ্বের দরবারে আমাদের অবস্থান উন্নত করবে কি না তা একমাত্র সময়ই বলতে পারবে।