শিশুসাহিত্যিক মোহাম্মদ নাসির আলী স্বর্ণপদক
গত ১০ মার্চ বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল শিশুসাহিত্যিক মোহাম্মদ নাসির আলী সম্মাননা ও স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান-২০১৭।
প্রকাশনা সংস্থা নওরোজ সাহিত্য সম্ভার আয়োজিত শিশুসাহিত্য , সৃজনশীল প্রকাশনা ও লেখক সম্মানী শীর্ষক আলোচনা ও পদক প্রদান অনুষ্ঠানে দেশের বিশিষ্ট স্ব স্ব ১০ জন গুণী ব্যক্তিকে জনকে সম্মাননা ও স্বর্ণপদক প্রদান করা হয়।
এবারে সম্মাননা ও স্বর্ণপদক পেলেন যারা তারা হলেন, কবি শামসুর রাহমান(মরনোত্তর), খোশরোজ কিতাব মহল প্রতিষ্ঠাতা মহীউদ্দিন আহমদ(মরনোত্তর), সংগিতশিল্পী ফেরদৌসী রহমান, শিশুসাহিত্যিক আলী ইমাম, ঔপন্যাসিক ছোটগল্পকার মঈনুল আহসান সাবের, নৃত্যশিল্পী জিনাত বরকত উল্লাহ, ভারতের আগরতলার রম্য লেখক রাখাল মজুসদার, শিশুসাহিত্যিক আনজির লিটন, কবি ও সাহিত্যিক স. ম শামসুল আলম, প্রচ্ছদ ডিজাইনার উত্তম সেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা গানের জীবন্ত কিংবদন্তী শিল্পী ও কথাসাহিত্যিক মুস্তাফা জামান আব্বাসী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আজিজুল হক বিশিষ্ট শিক্ষাবিদ রঞ্জিতকুমার সাহা, জনপ্রিয় কবি আবুল হাসান শাহরিয়ার, শিশুসাহিত্যিক দীপু মাহমুদ প্রমূখ।
স্বর্ণপদকপ্রাপ্তদেও মধ্য থেকে বক্তব্য রাখেন শিল্পী ফেরদৌসী রহমান।
মোহাম্মদ নাসির আলীফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় শিশুসাহিত্যিক মোহাম্মদ নাসির আলীর সুযোগ্য সন্তান বিশিষ্ট সাহিত্যিক, প্রকাশনা ব্যবসায়ী ও নওরোজ সাহিত্য সম্ভার এর সত্ত্বাধিকারি ইফতেখার রসুল জর্জ।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশে শিশুসাহিত্যে মোহাম্মদ নাসির আলীর অবদান নিয়ে আলোচনা করেন । বিশেষ করে তার রচিত লেবু মামার সপ্তকান্ড, ভিনদেশী এক বীরবল, বীরের মত বীর, বোকা বকাই, টলস্টয়ের সেরা গল্প, মৃত্যুর সাথে পাঞ্জা, বীরবলের খোশগল্প’ সহ লেখকের বণ্যাঢ্য জীবনকর্ম তুলে ধরেন বিশিষ্টজনেরা।
মিরাদুল মুনীম
প্যানভিশন টিভি
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৩