> এই তুমি কাঁদছ নাকি!
< আমার চোখে কি যেন পরেছে।
> জানি অদৃশ্য কিছু,খুজে পাবার কথা নয় ।
< তাই বুঝি!
> দু'চোখে তোমার শ্রাবণ ঢল!
< ও কিছু না,সব ঠিক হয়ে যাবে।
> মন ভালো নেই?
< আমাকে একটু একা থাকতে দাও।
> আমি তাহলে চলে যাচ্ছি...।
< আর ফিরে আসবেনা ?
> ডাকলেই আসব,ডাকলে যে আসতেই হবে।
< তুমি যেওনা,আমার হাতটা ধরে থাক..
> তোমার হাত ধরলে কি হবে ?
< আমি,আমি জানিনা ।
> জানতে ইচ্ছে করেনা?
< মিথ্যে বলেছি,আমার জানা আছে....
লজ্জায় প্রিয়ার গাল দু'টি গোলাপের পাপড়ির মত লাল হয়।মুখটা নিচু হতে হতে অবশেষে থুতনিটা বুকের কাছে গিয়ে ঠেকে,
> কি ব্যপার,দু'হাতে মুখ ঢাকলে যে !
< বলতে পারবনা।
> আমার দিকে চেয়ে একটু হাসতো ।
< হাসলে কি হবে ?
> চারপাশের আলো খানিকটা বেড়ে যাবে ।
----------------------------------------------------------------------------
*কি লিখেছি জানিনা..জানতে ইচ্ছেও করছেনা।আমার সব লেখায়ই অসংখ্য বানান ভুল থাকে যা নিজে ধরতে পারিনা।কোন বন্ধু ভূল বানান গুলো ধরে দিলে খুশি হব

সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৮