তাঁকে বলা যায় বাংলা ব্লগের প্রবাদপুরুষ। কিংবা তার চেয়েও বেশি। ঋষিতুল্য এই মানুষটি নিরন্তর লিখে গিয়েছেন। ঋদ্ধ করেছেন আমাদের এই সামহোয়ারইন ব্লগকে, সাথে আমাদের পুরো বাংলা ব্লগোস্ফিয়ারকেও। তাঁর মত ব্যাপক বিষয়বৈচিত্র্যপূর্ণ ব্লগ আর পাওয়া যাবে না। আমাদের এই লৌকিক জগৎ ছেড়ে চলে গিয়েছেন জীবনের অন্য পারে ইমন জুবায়ের-একজন অন্ত্যজ বাঙালী, আতরাফ মুসলমান।
ইমন জুবায়েরকে ব্লগের এনসাইক্লোপিডিয়া বললেও বাড়িয়ে বলা হয় না। কী বিষয়ে তিনি লিখেননি? তাঁকে প্রথম চিনতাম ব্ল্যাক ব্যান্ডের লিরিসিস্ট হিসেবে। এই ব্লগেই তিনি অনেক গানের লিরিক, সেই সব গানের পিছনের কথা লিখেছেন। ইতিহাসের ছাত্র ছিলেন বলে কি না ইতিহাস নিয়ে তার ব্লগগুলো অসাধারণ পাঠ্য হত। সেই ইতিহাস অনেক সময় বাঙালীর শেকড়ের সন্ধানে - নৃতাত্ত্বিক অনার্য, মরমী , সুফী, বাউল বাঙালির ইতিহাস। হয়তো কখনো অ্যাঙ্গলো-স্যাক্সোন বা রোমানদের ইতিহাস। লিখেছেন মিথ এবং মিথোলজী নিয়ে। ইতিহাসের মহামানবদের জীবন্ত তুলে এনেছেন একদিন সিরিজের লেখাগুলোতে। ছোটগল্প লিখেছেন প্রচুর। সাম্প্রতিক লিখছিলেন অতিপ্রাকৃত গল্প। রূপকথা থেকে শুরু করে ধর্ম, দর্শন , সাহিত্য সমালোচনা । লালন কে নিয়ে, লালনের গান, দর্শন নিয়ে লিখেছেন প্রচুর। বাংলা ব্লগকে কী অবিশ্বাস্যভাবে সমৃদ্ধ করে দিয়ে গেলেন!
আমি জানি- সময়টা শোকের। দুপুরে খবরটা পাওয়ার পর খুব বিষণ্ণ বোধ করছিলাম। ব্লগে ইতোমধ্যেই অনেকগুলো পোষ্ট/মন্তব্য এসেছে শোক প্রকাশ করে, শ্রদ্ধাজ্ঞাপন করে। শোকের মিছিল চলুক, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না সামহোয়ারইনের এযাবৎকালের সেরা ব্লগার ইমন জুবায়ের আমাদের কীভাবে ঋণী করে গেছেন। এই ঋণ জানি কখনোই শোধ হবার নয়, তবুও আমরা যারা তার সহব্লগার ছিলাম তার সম্মানার্থে কিছু অবশ্যই করা উচিৎ। তাই এই ব্লগের কাছে আমার কিছু দাবী/প্রস্তাব জানিয়ে রাখলাম।
১। সামহোয়ারইন শোকের ব্যানার ধারণ করুক। উনি সামহোয়ারইনের বড় সম্পদ ছিলেন। এই সম্মান উনার প্রাপ্য। এমনকি ব্লগের হোম পেইজের ডানপাশের "আমরা শোকাহত" অংশটাও খুব দায়সারাভাবে লেখা হয়েছে বলে মনে হচ্ছে। এইদিকে মনোযোগ দেয়া দরকার।
২। উনার ব্লগকে স্থায়ীভাবে সংরক্ষণ করা হোক। নতুন এবং পুরানো সব ব্লগারের কাছেই তার এই ব্লগ আদর্শ ও অনুপ্রেরণা হয়ে থাকবে। হোম পেইজেই উনার ব্লগের লিঙ্ক রখা যেতে পারে। ভালো এবং সুস্থ ধারার ব্লগিংকে উৎসাহ দেয়ার জন্য হলেও এটা করা উচিৎ।
৩। উনার ব্লগগুলোকে সংকলন করে বই আকারে প্রকাশ করা যেতে পারে। সেক্ষেত্রে প্রিন্ট ভার্সন ও ই-বুক দুই আকারেই লেখাগুলোকে সংকলিত করা যেতে পারে। এবারের অপরবাস্তব হুমায়ূন আহমেদকে নিয়ে হচ্ছে জানি। অপরবাস্তবের আরো একটি আলাদা সংকলন কি ইমন জুবায়েরকে নিয়ে আমরা করতে পারি না? উনার একদিন সিরিজটা রঙীণ ইলাস্ট্রেশন সহ ছোটদের জন্য একটা অসাধারণ অণুপ্রেরণামূলক বই হতে পারে। অতিপ্রাকৃত গল্প ও ছোটগল্প নিয়ে আলাদা বই হতে পারে। গবেষণাধর্মী, ধর্ম, দর্শন, ইতিহাস নিয়ে প্রবন্ধধর্মী একটা বই হতে পারে। ব্লগাররা চাইলে এটা সম্ভব। সামনে বইমেলা আসছে। রেজওয়ানা আপু, শায়মা আপু কি ব্যাপারটা ভেবে দেখবেন?
৪। ইমন জুবায়ের পদক নামে বছরের সেরা ব্লগারকে পুরস্কৃত করার জন্য একটা পদক চালু করা যেতে পারে। সম্ভবত এই ব্যাপারে কেউই আপত্তি করবেন না।
সবশেষে একটা ব্যক্তিগত কথাই বলি- ইমন জুবায়ের, দেহান্তরী হলেও আমার মত যারা আপনার পাঠক তাদের কাছে আপনি সবসময় চিরঞ্জীব। কারণ, লেখকের মৃত্যু নেই।