মা ও মানচিত্র-১
বাকী সবুজটুক লাল করে দেবো, মা
তবু তোমার মুখ আর কালো হতে দেবোনা
না-না-না, মা,
হঠাৎ মেঘে ঢেকে যায় চাঁদ
উদয়ের পথে কূয়াশা সাধে বাঁধ
আমরা চমকে যাই,
থমকে দাঁড়াই
কোন কাঁধে থেমে থাকি না
না-না-না, মা,
তবু তোমার মুখ আর কালো হতে দেবোনা।।
বার্গী হঠাই জঙ্গী আসে দেশে
আজো ফাল্গুনে বারুদের গন্ধভাসে
আমরা চমকে যাই,
থমকে দাঁড়াই
কোন শোকে ডুবে থাকি না
না-না-না, মা,
তবু তোমার মুখ আর কালো হতে দেবোনা।।
বাকী সবুজটুক লাল করে দেবো, মা
তোমার মুখ আর কালো হতে দেবো না।