আমারা এই বাংলাভাষাটিকে ভীষণ ভালোবাসি,
প্রবাসে থেকেও আজ বাংলার গান-কবিতা শুনি।
আমরা প্রবাসে শুনেছি অনেক ভাষার সূর-ধ্বনি,
তবু যে মধুর লাগে আমার বাংলা ভাষার ধ্বনি।
লাল সবুজের দেশ আমার বাংলা ভাষার দেশে,
সালাম,রফিক,জব্বার প্রাণ দিয়েছে ভালোবেসে।
তৈরি হয়েছে অজস্র সুরের গান বাংলা ভাষাতে,
কবিরা কবিতা দিয়েছে বাংলা কথার গুচ্ছমালাতে।
নাট্যকার নাট্যরূপ দিয়েছেন আমার এই ভাষাতে,
শিক্ষার সুবিধার্থে কোরান হয়েছে বাংলা ভাষাতে।
যে দেশের শিক্ষা ও সংস্কৃতিতে বাংলার প্রতিধ্বনি,
সে দেশের ঘরে কেন ভিন্ন ভাষার সংস্কৃতির ধ্বনি?
২১ এলে বাংলা ভাষার গান-কবিতার ঝংকার তুলি,
বাংলা ভাষার সুর ও ধ্বনি বিশ্বমানবতায় তুলে ধরি।