পৃথিবীর বুকে তোমাদের দাপ্তরিকভাবে স্বাগত জানাই ফিলিস্তিনবাসী! জাতিসংঘের স্বীকৃতিতে বিশ্ব মানচিত্রে ফিলিস্তিন নামক দেশটির পথচলা শুরু! জাতিসংঘের আজকের সাধারণ সভায় বিশ্বের ১৩৮টি দেশের সরাসরি পক্ষ ভোট, ৯টি দেশের বিপক্ষ ভোট এবং ৪১টি দেশের নিরপেক্ষ ভোট নিয়ে দেশটি জাতিসংঘের পর্যবেক্ষণ রাষ্ট্রের সদস্যপদ পেল!
যে নয়টি দেশ 'না' ভোট দিয়েছে তারা হচ্ছে, ইসরায়েল , মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, চেক রিপাবলিক, পানামা, এবং প্যাসিফিক অঞ্চলের চারটি দেশ Marshall Islands, Micronesia, Nauru and Palau! যারা সিএনএন এর ভাষ্যমতে সবসময় যুক্তরাষ্ট্রের অনুসারী!
আজকের দিনে এই আশা যে, ইসরায়েলস, তাদের মূল আঁতাতদাতা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য প্রভাবশালী রাষ্ট্রের যে অত্যাচার ফিলিস্তিনের উপর চলে, তা স্বয়ং জাতিসংঘের হস্তক্ষেপে বন্ধ হবে
স্বাগতম ফিলিস্তিন! বিশ্বের বুকে তোমাকে স্বাগতম! ফিলিস্তিনবাসীরা সকল অত্যাচার থেকে মুক্ত হয়ে শান্তিতে বসবাস করতে পারুক এই শুভকামনা!
নিচের লিঙ্কটি দেখুন! এই সেই মাহেন্দ্রক্ষণ! সিএনএন এর ভিডিওটি দেখুন সবাই, যখন ফিলিস্তিন এর সদস্যপদ ঘোষণা হলো! ঘোষণার মুহূর্তে ইসরায়েল প্রতিনিধির মুখভঙ্গিটা দেখার মতো!
Click This Link
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১২ সকাল ৭:৩১