গতরাতে আমাকে স্ত্রীর জেরার মুখোমুখি করেছিল আমার এক বন্ধুর চ্যাট প্রোফাইলের ছবি। আমাদের চ্যাটের ভাষা ছিল এমন,
আমি: কি ব্যাপার আজকে এতবার ফোন করলাম তুমি ফোন রিসিভ করলা না কেন?
সে: কই আমি তো খেয়াল করিনি, আসলে আমার সেটে একটু সমস্যা।
আমি: খুব প্রয়োজন ছিল তখন তোমাকে।
সে: সরি, বলো, কি করতে পারি তোমার জন্য?
আমি: না মানে আমি তোমাকে খুব আপন মনে করি, কিন্তু তুমি আমার ফোনটা রিসিভ করলে না, মনে খুব কষ্ট পেয়েছি।
চ্যাট বক্সের আদার এন্ডের প্রোফাইলে ছবি ছিল, একটি মেয়ের। ঐ ছবি আর আমার চ্যাটের বিষয়বস্তুর জন্য আমি পড়ে গিয়েছিলাম পুরা মাইনকা চিপায়। আবার সেই বন্ধু ইমেইল এড্রেসটিও প্রমান করেনা যে, সে ছেলে না মেয়ে।
আমি কোন ভাবেই আমার স্ত্রীকে বিশ্বাস করাতে পারলাম না যে, সেটা আমার এক প্রিয় বন্ধু, কোন বান্ধবী নয়। এখানে বলে রাখি সে কিন্তু এখানকার আলোচিত একজন ব্লগার। আমার খুব প্রিয় একজন মানুষ। এখন ভাই বহুত মসিবতে আছি, আমি নাকি পরকীয়া করছি, কড়া নজরদারীতে আছিরে ভাই।
এখানে উল্লেখ্য, আমার সেই বন্ধুটি গতকালই তার সদ্য বিবাহিতা স্ত্রীর ছবি তার চ্যাট প্রোফাইলে লাগিয়েছে। আরেক জনের বউ এর ছবিই আমার কপালটা ফাটার কারণ হয়ে দাঁড়ালো। এই পরকীয়ার অপবাদ নিয়ে কোথায় যাই.........।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৪৬