কিছুদিন আগে আমার ছেলের টাইফয়েড হয়েছিল। সবসময় জ্বর ১০৪ ডিগ্রি থাকতো। অনেকদিন চিকিৎসা হয়েছে। কিছুতেই কোন কিছু হয় না। শেষে ডাক্তার সাহেব না পেরে তাকে এন্টিবায়োটিক ইঞ্জেকশান দিলেন। নাম সেফট্রোন ২৫০ মি:গ্রা: দিনে দুইটা এভাবে ৫ দিন। প্রতিদিন দুইটি ইঞ্জেকশান আমি নিজেই পুশ করতাম আমার ছেলেকে। প্রতিটি ইঞ্জেকশনের দাম ১০০ টাকা।
কিন্তু এর প্যাকেটটি এমন ভাবে তৈরী করা হয়েছে যা অত্যান্ত ব্যায়বহুল। প্যাকেটটি এমন না করে সাধারন করলেও পারতো। এতটা ডেকোরেশন না করলেও পারতো। কোম্পানী স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। প্রতিটি প্যাকেটে চার সাইডে সেফট্রোন লেখাটি এমবুশ করা হয়েছে এবং তার উপরে আবার সোনালী ফয়েল দেয়া হয়েছে। চারদিকে সোনালী ফয়েল করে এমবুশ করার ফলে প্যাকেটিং এর খরচ অনেক বেড়ে গেছে। আমি মনে করি, প্রতিটি প্যাকেটে খরচ হয়েছে প্রায় ১০ টাকার উপরে। অথচ এই ঔষধটার প্যাকেট কম করে হলেও ১টাকার মধ্যে তৈরী করা যেত। তাতে কি কোন অসুবিধা ছিল? রোগীর প্রয়োজন তো ভিতরের ঔষধের। প্যাকেট দিয়ে সে কি করবে?
প্রতিটি প্যাকেটের মূল্য যদি ৯ টাকা কমে তবে মোট মূ্ল্য থেকে কতটাকা সাশ্রয় হতো তা দেখার ব্যাপার।
সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে ভেবে দেখা উচিত। মনে রাখতে হবে ঔষধ কোন প্রসাধন সামগ্রী না এটা জীবন রক্ষাকারী একটা দ্রব্য।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০০৮ দুপুর ১২:৩৩