বর্তমানে যে সমস্ত পিসি বিক্রিত হয় তার সবগুলোতেই উইন্ডোজ পূর্বেই ইনস্টল করা থাকে বলে বেশীরভাগ ব্যবহার কারী শুরু থেকেই উইন্ডোজ ব্যবহারে অভ্যস্ত হয়ে যান। পরবর্তীতে জড়তা, ভীতি এবং অনিশ্চয়তা থেকে আসে লিনাক্সের প্রতি অনীহা। বর্তমান লিনাক্স ভার্সন গুলো এতটাই সহজ আর ডেস্কটপ ইউজারদের জন্য এতটাই সুবিধা করে দিয়েছে যে আপনি এটিকে পছন্দ করতে বাধ্য। সহজ ইনস্টলেশন সিস্টেম, অটোম্যাটিক ডিস্ক পার্টিশনিং, পরিচিত আর গ্রাফিক্যাল ইন্টারফেসে কাজ করার ক্ষমতা, সবধরনের প্রোগাম বিল্ট ইন পাওয়া এ সমস্ত কারনে লিনাক্স আগের সেই ‘জটিল ধরনের অপারেটিং সিস্টেম’ বিশেষনটি বাদ দিতে পেরেছে। তাই একজন উইন্ডোজ ব্যবহার কারী বা ম্যাক ওএস ব্যবহার কারী খুব স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন লিনাক্স।
আপনার অফিস এ যদি ইর্ন্টারনেট ব্যবহার করে থাকেন এবং আপনার ই-মেইল ইজার বা ইর্ন্টারনেট ব্যবহারকারী বেশী, কিন্তু আপনার ব্যান্ডেউথ কম হওয়ার কারণে ইর্ন্টারনেট ব্যবহারকারীরা ওয়েভ পেজ ওপেন করতে গেলে অনেক সময় লাগে । এতে করে কাজের হেম্পার হয়। এই সমস্যার সমাধান করতে গেলে আপনাকে ব্যান্ডেউথ বাড়াতে হবে। বাজার এখন ব্যান্ডেউথ এ দাম অনেক বেশী। কিন্তু আপনি ব্যান্ডেউথ না বাড়ীয়ে একটি Proxy Server ব্যবহার করতে পারনে । এতে আপনার ব্রাউজিং speed বেড়ে যাবে সাথে ব্যান্ডেউথ কম লাগবে এবং লগ ফাইল দেখতে পারবরে কে কোন সাইট এ যাচ্ছে।
আপনী চাইলে আপনার কোম্পানীর website hosting করতে পারবেন একই সার্ভার এ । যদি আপনার অফিস এ অনেক ই-মেইল users থাকে, সে ক্ষেত্রে আপার একটি নিজ্বস Mail server থাকা জরুরী । কারণ আপনার যদি Cpanel a hosting করে থাকেন, তাহলে 1GB,2GB or 5GB or 10GB hosting করতে পারবেন। এতে আপনার সব email users এর mail রাখতে গেল 1GB or 2G hosting space আপনাকে পছন্দ করতে হবে । এর বেশী করতে গেলে অনেক খরচ গুনতে হবে প্রতি বছর । অন্যদিকে আপনার নিজ্বস একটি Mail server থাকলে, আপনী আপনার ইচ্ছামত মেইল backup রাখতে পারবেন। আপনার hard disk এর capacity অনুযায়ী এবং যেহেতু Mail server আপনার কাছে locally Mail send & received করতে পারবেন। locally mail server access করলে ইর্ন্টারনেট ইউজ হবে না। এতে ইর্ন্টারনেট খরচ কমে যাবে।
এই রকম ভাবে আপনী চাইলে Files share করার জন্য File server করতে পারেন । যা সম্পূর্ন ভাইরাস মুক্ত সাথে ইজার বেজ ফাইল পারমিশন থাকবে। যা Admin ছাড়া সাধারণ users আপনার ডাটা delete করতে পাবে না। মিডিয়া Files share করার জন্য FTP server ব্যবহার করতে পারেন। Sever Solutions পেতে আপনাকে এই link এ যেতে পারেন ।
এবং আপনি যদি লিনাক্স র্কোস শিখতে চান তাহলে এই লিন্ক এ যেতে পারেন। ধন্যবাদ
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১২ দুপুর ২:২৩