প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে
কেঁদেছিলে শুধু তুমি হেসেছিল সবে
এমন জীবন হবে করিতে গঠন
মরনে হাসিবে তুমি কাঁদিবে ভূবন।।।
কিন্তু এখন পড়তে হবে এভাবে......
এসেই পড়েছো যখন এই ধরনীতে
কেঁদে আমি কি করিবো হেসে হই খূন
এমন ফাইট তোমায় করিতে হবে
পানতা যেনো না ফুরাই আনিতে যেয়ে নুন
একদা ছিলাম মোরা
দরিদ্র সীমার নীচে
এখন রাখিতেছি তোমায়
যেথা চরিত্র সীমা অনেক পিছে
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৬ দুপুর ১:৩৮