১/ গত রাতে স্বপ্নে দেখি ভাই সৌদি থেকে ফিরে এসেছে।
গত বছর এই দিনে ফ্রি ভিসায় সৌদি গিয়ে এই সময় একেবারে ফিরে আসা টা স্বাভাবিক না।
জানতে চাইলে বলে আকামা ছিল না-পাঠিয়ে দিয়েছে।
তার পরে স্বপ্নটার কথা আর মনে নেই...
হয়তো:- বিদেশ গিয়ে ভাই কাজ তেমন পাচ্ছে না ও আকামা করার জন্য বেশি টাকা লাগবে সেই চিন্তা করতে-করতেই আমি ঘুমের ধ্যানে দেখেছি।
তবে:- ফ্রি ভিসায় আকামা করার জন্য বাংলাদেশের ২ লক্ষ থেকে ২.৫ লক্ষ টাকা লাগলে কিভাবে আকামা করবে...!!
১ বছরে যদি আয় করে ১ লক্ষ টাকা তবে কিভাবে সম্ভব..!!
২/ গত রাতের দ্বিতীয় স্বপ্ন:- দেখি আমার সরকারি চাকরি হয়েছে,
ইউনিফর্ম খুজে পাচ্ছি না।

খুজতে খুজতে ক্লান্ত...

৩/ ইচ্ছে ছিল সৈনিক হব।
তাই- সৈনিক হওয়ার প্রবল ইচ্ছা ও পরবর্তি কাহিনী নিয়ে সর্ট ফ্লিমের স্কিপ্ট লিখছি ।
কিন্তু আমি পরবর্তি এত কিছু কোথায় পাব..!!!

ছবি:- গুগল
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৮