"আজকে আমার মনে হল ইসলাম ,হিন্দু, বৌধ, খ্রিস্টান ধর্মের মত আওয়ামীলীগও ১টা ধর্ম। কারণ আমরা যেমন আমাদের নিজ ধর্মে অগাধ বিশ্বাস আছে, তেমনি আওয়ামিলীগ কর্মীদেরও তাদের মা হাছিনার উপর অগাধ ও অন্ধ বিশ্বাস আছে। এদের বিশ্বাস এতই অন্ধ বিশ্বাস যে এরা তাদের মা হাসিনার কোন ভুল আছে বলাটাই মানতে রাজি না। তাদের মা হাছিনা নিষ্পাপ এবং তাদের ধর্মগুরু।
হাছিনা যে কি সুরা পড়ায়া দিছে সারা দিন শুধু মা হাছিনার এবাদত করে? আর এই ধর্মের প্রধান এবাদত হল হত্যা, সন্ত্রাস আর নির্যাতন। আর যে এই এবাদত বেশি করবে তার জন্য আছে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও তাড়াতাড়ী বড়লোক হওয়ার সুযোগ ও অনাবিল শান্তি।"
"জয় মা হাছিনা!!"
এই ধর্মের আবিষ্কারক অনেকেই। তবে আমার কাজিন রায়হান সরকার প্রথম এটাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। গত শুক্রবার রাত ২টা ৩৫ মিনিটে তিনি এক ফেসবুকীয় বিবৃতির মাধ্যমে প্রকাশ করেন।
এখন থেকে যারা বলবে বাংলাদেশ ৯০% মুসলমানের দেশ তাহাকে আওয়ামী ধার্মিক দ্বারা চেলির বারি উপঢৌকন দেয়া হবে। এক সাক্ষাৎকারে তিনি জানান পুলিশও যেকোন সময় একটা নিজস্ব ধর্ম হিসেবে অভ্যুদয় ঘটাতে পারে....
জাতি আজ নতুন অভ্যুদয়ের অপেক্ষায়...
আর হ্যাঁ বিএনপি-জামাতও আলাদা ধর্ম হতে চায়। কিন্তু তাদের ধর্মের কোন স্বীকৃতি মিলতেছেনা। কারণ, কাজিন সাহেব বলেছেন লিঙ্গহীনদেরকে ধার্মিক আখ্যা দেয়া যেতে পারেনা। হয়তো কয়েকদিন পর তাদের সুযোগ দেওয়া হবে।
আমার মত যারা নিজেদের আমজনতা মনে করে তাদেরতো কোন ধর্ম নেই। সেই আম জনতাকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।
নব্য বাকশাল নিপাত যাক..
গণতন্ত্র মুক্তি পাক...
জয় বাংলা,
বাংলাদেশ জিন্দাবাদ..
জয় মুংগ্রা (বিজ্ঞানীর আস্তানার স্লোগান)
facebook post link:
Click This Link