ইন্টারভিউ দিলাম - এমন জঘন্য যে কি কমু রিটেন পরীক্ষার ৭ মাস পরে কলমের জোড়ে হয়তো ডাকছে -
সূদূর রাঙ্গামাটি থেকে অনেক প্রত্যাশা এবং আশা নিয়ে রওনা দিলাম - দেখি ইন্টারভিউ দেই - কি কি পড়বো সব মাথায় নিয়ে নিলাম ব্যাংকে ইন্টারভিউ তো খুব একটা দেখার কিছু নাই রিসেন্ট তথ্য এবং আমার মেজর সাবজেক্ট রিলেটেড একেবারে কমন কিছু জিনিস -
ঢাকায় এসে - শুনলাম আমার এক বন্ধু ইন্টারভিউ দিয়ে এসেছে - তেমন কিছুই জিজ্ঞাসা করে নাই - শুধু ফ্যামিলি মেটার -
জিজ্ঞাইলাম শুধু ওরেই এমন কইছে নাকি ... সবাইরেই
--- সবাইরেই একই জিনিস -
তাইলে ভাই - আর প্রিপারেশন নিয়া কি করমু
------------ আমার ইন্টারভিউ সময় ছিলো ২ পি এম ... পৌছালাম ১২.৩০ মিনিটে - আগে যাওয়ার রহস্য হইলো আমার আরেক বন্ধুর ইন্টারভিউ ১২ টা থেকে - ১.২০ পর্যন্ত কোন ডাকই পরে নাই - ভালো কথা - সবার সাথে কথা বললাম -
সব থেকে মেজাজ খারাপ লাগলো - দুইডা পোলার কথা শুইনা -
প্রথম পোলা - হেতে অগ্রণী ব্যাংকের অফিসার - আইছে এইখানে আসিস্টেন্ট অফিসার হইতে - কি বলদা --- জিজ্ঞাইলাম ক্যাঁরে ? এমন ক্যাঁরে ? মাইষ্যে উচায় উঠতে চায় আন্নে মাটির তলে ধুকতে চান ক্যাঁরে ?
কইলো বেতন কম -- সরকারী ব্যাংক - রাজকীয় কাম কাজ - আবার ৫ বছরের ডিমশোন
উপদেশ দিলাম - ব্যাংকিং ডিপলোমা দেন ৩ বছরে সিনিয়র অফিসার হইবেন - তারপর চিন্তা কইরেন অন্য খানে যাইতে -
২য় পোলা -হেতে শাহাজালাল ব্যাংকের অফিসার - ঐখানে মেলা টাকা আটানা বেতন পায় - এই হালায় আইছে এইখানে মজা দেখার লইগা
-------------------- কাগজ পত্র চাইলো - সব কাগজ পত্র - আসল সহ - এক সেট ফটোকপি - নিয়া গেলাম - কইলো এসেন্ডিং অডারে দিতে - আমি নিজেরটা করে অন্য নতুন যারা আসছিলো ফ্রিতে তাগোটা সাজাইয়া দিলাম -
আমারটা চাইলো - দিলাম - দেখলো - সব - কইলো সব প্রাইভেট পোলাপাইন এতো ক্যাঁ ?
আমি কই আমি কি জানি ?
এইডা কি দোষ নাকি প্রাইভেট ভার্সিটির হওয়া ?
কয় না -
তখন কইলো আপনার রোল ৭৬ - আপনার আগের জন ৭৫ এবং ৭৭ ও ৭৮ টিকলো কেম্বায় --
আপনারা আগে থেকে একে অন্য কে চিনতেন -
= আমি ঃ না তয় ঐখানে যাইয়া চিনা চিনিতে গেছি
HR officeঃ দেখে দেখে পরীক্ষা দিছেন নাকি ? (আসলে কইতে চাইছিলো দেখা দেখি করছেন নাকি ?
আমিঃ হ প্রশ্ন পত্র না দেইখা কেম্বায় পরীক্ষা দিমু (কমন ডাইয়ালগ মাইরা দিলাম )
HR officer: কোন গলদ তো আছেই নাইলে এক লগে চার চারটা কেম্বায়
আমিঃ এক কাম করেন - একটা তদন্ত কমিটি গঠন করেন - ১৮ মাসে তদন্ত কমিটির রিপোট আশা অনুরুপ বলে আশ্বাস দিবে - তার পরে ফাইলের পরে ফাইল পরে ......
HR officer - সেইটাই করতে হবে
স্যার দেইখেন - আমি তো দ্বিতীয় তাই আমারে ভাইভা বোর্ডে জিজ্ঞাইবো না - কিন্তু ৩য় কিংবা ৪র্থ টারে জিজ্ঞাইবো কাহিনী কি ? (যা বলেছিলাম তাই হোলো ৪র্থ টারেই জিজ্ঞাইছিলো মানে জেরা করছে )
স্যার আমি শুনেছি এটা নাকি গোপালগঞ্জ ভিত্তিক ব্যাংক ? ইন্টাভিউ দিয়া লাভ নাই ? আমার দিগে এমত্তে তাকাইলো যে খাইয়া ফালাইবো - গ
------------------- আমার পালা - May i coming sir ... (বোর্ডে দুইজন ৫০+ ডিএমডি হইবো দেইখা মনে হইলো অথবা এসএভিপি )
আহো আহো ...
আমি ল্যাম্পোষ্টের মতো দাড়াইলাম - আমারে কইলো বহোওওওও ...
ধন্যবাদ স্যার -
-বোর্ড থেকে - এমবিও শেষ ? রেজাল্ট জানলা কবে
আমিঃ জ্বি স্যার নভেম্বর মাসে -
বোর্ড- তোমার বাবা কি করতেন ?
আমিঃ জ্বি স্যার ছোট ব্যাবসা করতেন -
বোর্ডঃ কি ব্যাবসা
আমিঃ বিভিন্ন স্টেশনারি আইটেম দোকানে দোকানে দিতেন -
বোর্ডঃ তুমি ছোট না বড় ?
আমিঃ ছোট -
বোর্ডঃ বড় জন কি করে ?
আমিঃ ব্যাংকে জব করে -
বোর্ডঃ কোন ব্যাংকে ?
আমি ঃ ব্যাংক এশিয়াতে
বোর্ডঃ পোষ্ট কি ?
আমিঃ সিনিয়র অফিসার
বোর্ডঃ কত বছর ধরে জব করছে ?
আমিঃ ৭ বছরে উপরে হবে !
বোর্ডঃ একজন অন্য জনের দিগে তাকাইয়া আর কিছু কইবেন ? না মাথা নাড়ালো - পড়ে কইলো কই থাকো ?
আমিঃ স্যার আমার ফ্যামিলি ঢাকা জুরাইনে আর আমি রাঙ্গামাটিতে থাকি - আমি একটা ব্যাংকে আছি -
বোর্ডঃ নেক্সট টাইম ভালো পরীক্ষা দেও - তোমাদের মতো স্মার্ট ছেলেদেরই নিতে চাই -
কিছুই বুঝলাম না -- আমি তো নায়ক হইতে যাই নাই যে চেহারা সার্টিফিকেট দিলো
আর এইডা বুঝলাম না আমি একডা ব্যংকে আছি - কোন ইন্টারেষ্ট ফিল হইলো না ? কেন আমি ঐ ব্যাংক ছাড়তে চাই ? কোন পোষ্টে আছি পুরাই আজব
আজব এতো দূর থেকে এই ছাইয়ের ইন্টাভিউ দিতে আইছি - নিবো না তো দুই একটা কঠিন প্রশ্ন জিজ্ঞাইয়া বিদায় দিলেই হইতো >_< আমার যাতায়াত এর টাকাই বৃথা
বিদ্রঃ ব্যাংক এশিয়াতে চেয়ারম্যান আমাকে সেইম প্রশ্ন জিজ্ঞাইছিলোওও কেম্বায় কি ?