বেলকনীতে মাঝে মাঝে দাঁড়িয়ে থাকি মধ্যে রাতে ... মাঝে মাঝে তারা খসে পড়ে (লোকে বলে ঐগুলো তারা ) -
খুব নবিতার মতো উৎসুক হয়ে থাকি তারা খসে পড়া দেখলে Wish করবো - কিন্তু নবিতার মতো বার বার আমি ব্যর্থ হই - কোথায় যেন মিলিয়ে যায় -
ডোরিমন কার্টুনের নবিতা তারা খসে পড়ার মুহুর্তে Wish করতে চায় - এতে নাকি উইস পূর্ণ হয় - হিহিহি আমার বাচ্চামো কোন পর্যায় গেলে - রাতে মাঝে মাঝে নিভে গেলেই wish করা কথা মনে পড়ে এবং এর পর করবো বলে একদৃষ্টিতে তাকিয়ে থাকি ভাগ্যবিধাতার দিগে কিন্তু তারা বাবাজি আর খসে পড়ে না
হিহিহি - মাঝে মাঝে আমার বাচ্চামোপনা আমার নিজেরই হাসি খোড়াক হয় - আবার মনে হয় হায় - ভাগ্যবিধাতা মনে আমার ভাগ্যের সাথে রসিকতা করছে -
পিঠে পাহাড় চেপে হাটছিতো - হাটতে বড় কষ্ট হলেও হাটতে পারছি - এতে শুকড়িয়া জানাতে কুন্ঠিতবোধ করিনি কখনোওওও --
হয়তো নিজের মুর্খতা অথবা ভাগ্যের ফেরি করে বেড়াছি -- আসলে দিন শেষে যখন কোন উত্তর না থাকে তখন হয় আমরা ভাগ্যে লেখা ছিলো অথবা সবই আল্লার ইচ্ছায় বলে সান্তনা দেই - সেই সান্তনাতেই এখন সান্ত থাকা ছাড়া কোন উপায় দেখছি না -
তবে আমার বিশ্বাস চেষ্টা করলে পাড়ার ঠেলেও সড়ানো যায় - ইউইস করার প্রয়োজন হয় না ----
দেখা যাক - কি হয় -