এইটা ৬০ বছর বয়সের ছবি !
এই ছবিটা মজার -- ৬০ বছর পূর্বের ছবি - আবার একই ছবি ৬০ বছরের বয়েসে - উল্টালে --
O হো কাটা ময় ভালুবাসা
টি-শার্টটা পছন্দ হইছে ২০০০ পে করতে রাজি আছি !! খোজ থাকলে জানাইয়েন ৩ডি গেঞ্জিকা
মুই স্বর্প ভুই পাই
হিহিহিহি
মোর তুলা এখান ফুটু - মেলা আগের--
এক্কেরে এখন খার অবস্থা মোর
তুই কোন কারকের বিভক্তি নস
নস কোন হ্যাঁ না তবে সুতরাং অথবা নতুবা এতএব এবং পদের (অব্যায়)
তুই তো নস ণত্ব ও ষত্ব বিধানের যৌগিক জটিলের সন্ধি
নস তো শুধু বিশেষ্য পদের সরলে বন্ধি !!
তুই মাঝে মাঝে আশ্চর্য হওয়ার বিস্ময়সূচক
আবার তুই বাক্যে শুভেচ্ছা, প্রার্থণা, আশীর্বাদ, আকাঙক্ষা প্রকাশের ইচ্ছাসূচক !
মাঝে মাঝে তুমি ও আমি দন্ধ সমাসে পরপদ পূর্বপদের প্রাধান্য
থাকে না কোন রূঢ় বা রূঢ়ি কিংবা যোগরূঢ় শব্দের অধ্যিক্যতা, মৌলিকেই ধন্য !!
তোর অস্তিত্বের অর্ধ এর স্থান নেই পূরোপুরি-ই- তৎসম !
নেই কোন স্থান সেমি কোলন কিংবা পূর্ণ দাড়ি !!
অনুরুক্তি বিরাগ -অনুরাগ - উপসর্গ নয় -
তুই আমার মৌলিক হয়েই থাক !!
তুই আমার তৎসম-ই- থাক !!
তুই আমার বিশেষণ -ই হয়ে থাক !!
তুই আমার নিত্যবৃত্ত অতীত কাল হয়ে থাক !!
তুই আমার নিত্যবৃত্ত বর্তমান কাল হয়ে থাক !!
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৬