






1)ঈশ্বরে বিশ্বাস নেই
প্রকৃতিকে মুগ্ধ চোখে দেখি !!
প্রগতির হাত ধরে যতোটা এগোই
ততোটাই সমাজের বিচ্ছিরি নিয়ম আমার সার্টের আস্তিন ধরে
________ক্রমশ পেছনে টানে ।।
ইচ্ছে করে মধ্যরাতে সারাটা শহর জুরে হাঁটি
একলা কোখাও বসে কাঁদি !!! আমার কাঁন্নার শব্দে ভোড় হবে ।। বিশ্বাস করো একটুও চাই না আমার কাঁন্নার শব্দে তোমার ঘুম নষ্টের কারণ হয়ে উঠুক ।। ভালো থাকো তুমি তোমার মতন ।।

2)
পাগল -
বলতেই পারো তুমি , তোমার প্রতি অঘাদ ভালোবাসার কারণে
অধির অপেক্ষায় তোমার জন্য প্রহর গুনার কারণে
আমি , তুমি ছাড়া অন্য কিছু বুঝি না বলে !!
তোমাকে ঘিড়ে আমার অস্থিত্ত জুড়ে আছে বলে !!
অতি সহজে স্বীকার করার জন্য যে তোমায় পাগলের মতো ভালোবাসি , শুনেছিলাম বড়রা বলে - সহজে যা জয় করা হয় তার কদর সবাই কেন কেউ বুজে না !! এখন হারে হারে টের পাচ্ছি বড়দের কথা !!
অবুঝ আমি , অন্য কিছু বুঝতে চাই না তোমায় ছাড়া !!
পাগল আমি কারন অতি তুচ্ছ কোন কিছু হলেই দৌড়ে যাই তোমার কাছে বলার জন্য !! এতোটা আপন ভাবার জন্য , এতোটা নির্ভর করার জন্য , এতোটা স্বপ্ন দেখার জন্য , এতোটা চাওয়ার জন্য !! পাগল আমি !!

পাগল আমি কারন আমি এখনও প্রলাপ বকছি !!!
3) বিষমাখা একটা চুমু একেঁছিলে আমার ললাটে , , , ,
আহা !!
হায়নার মত ছিরে-খুরে আমার পাজর দিয়ে হলি খেলায় মাতলে
আহা , , , ,
বিষন্ন মনে একে দিলে অনুকাব্য -এখানে ভালোবাসার কবিতার ঠাঁই নেই , , , আছে ফেলে আসা দীর্ঘশ্বাস-এখনও তোমার ঠোঁটে নান্নান রঙ ...
ভালোবাসা কি ৫ টাকায় কিনা লাল-নীল-রং এর লিবিস্টিক ?

4) অবশেষ !!
এক বুক হতাশা পান করলাম !!! অনেক তিক্ততা হলেও কষ্ট করে গিলতে হল !!!

তবুও তোমায়তো দীর্ঘশ্বাস থেকে মুক্তি দিলাম !!! তোমার ভালো-থাকা দেখে হয়তো আমি ঈর্ষা বোধ করবো -কিন্তু প্রতিনিয়ত বলবো ভালো থাকো তুমি তোমার মতন !!
5) পিছনে ফিরে চাই
অতীত একটি অত্যন্ত ক্রুর হাসি দেয়
আমায় আতঙ্কবোধ করে !!!

৬) হাই আবার আসলাম
কেন আসলা ?
কি দরকার ছিল আসার ?
সবাই চলে যায়
তুমিও যাবা
সন্ধ্যার ফুল হয়ে ফুটে
সকাল অবদ্দি কি থাকবা
সাদা ফুল সব নিষ্টুর
সময়ের আগেই ঝরে পরে ঝায় , , , ,তুমি কি সাদা ফুল ছিলে ? ঝড়ে কেন গেলে ?

৭) অভিমানী নদীর স্রোতে গা ভাসানো যায় - কিন্তু মৃত নদীর বুকে ক্ষরার তীব্রতা পুড়ায় !! তাই

খুজতে যাই না লিটেল ম্যাগের ঐ পাতায় -যেখানে খামখেয়ালী ভাবে লেখা দুটো লাইন তোকে ভেবে --সময়ের বিকেল গৌধুলী মাখাই থাক !! আমি সন্ধ্যার পর ঘুম থেকে উঠবো নে

ছুড়ে ফেলে দেই সেই স্মৃতির খাতা , আবার কুড়িয়ে সযত্নে শোকেজে সাজিয়ে রাখি বুকের খাচায় -- জিইয়ে রাখার মতো সাতরাঁতে থাকে মগজের ভিতর !! তাই তো বিকারগ্রস্থা হয়ে আনাচেকানাচে স্মৃতির ঝুলি ফেরি করি !!
ছুডু কালীন অভিজ্ঞতা , হয়তো পাগলামী কি করমু হেমায়াত পুড়ের টিকেট তো হারাইয়া ফেলছি তাই সামুতে পাগলামী চলুক !! অনেক ভাব গম্ভির মানুষের ভিড়ে দুই একজন পাগলের প্রশ্রয় দিলে কিছু আসবে যাবে না !!
দুঃখিত আপনাদের সময় নষ্ট করার জন্য !!