ব্যাপারটা আমি প্রথম থেকেই বুঝতে পারছিলাম না। কি বুঝতে পারছি না তা পরে বলছি। আগে বলে নিই আমি ব্লগের জগতে নতুন। প্রতিদিনই অনেকটা সময় ব্যয় করি ব্লগ পড়ে। ব্লগ পড়তে খুবই মজা লাগে। ব্লগ জিনিষটাই দারুন। এখানে সবাই নিজনিজ ভাবনা-মতামত-সৃষ্টিশীলতা প্রকাশ করে, আর সবচেয়ে বড় কথা তা করে মাতৃভাষায়। তরুণ সমাজের জন্য বাংলা চর্চার এক অন্যতম মাধ্যম হল ব্লগিং। এবং তরুণ সমাজ ঠিকই এর মুনাফা লুফে নিচ্ছে। এটা বুঝা যায় সবার ব্লগ পড়লেই। সবাই মোটামুটি ভাষার ব্যবহার ও শুদ্ধ বানান ব্যবহারের ক্ষেত্রে যত্নবান।
কিন্তু একটি ব্লগ পড়ার পর যখন সেটার মন্তব্যগুলো পড়তে যাই তখনই খটকা লাগে! খটকা লাগার কারণ মন্তব্যে ভাষার ব্যবহার। ভুল বানান, অশুদ্ধ শব্দ, আজগুবি শব্দের ছড়াছড়ি। সবাই এরকম করে না, তবে অনেকেই করে, যারা করে, আমার মনে হয় ইচ্ছা করেই করে। (কিছু নমুনাঃ পিলাচ দিয়া যামুনে, জট্টিলস, মামু ফাডাইন্যা পোষ্ট দেছে রে, থান্কু মাংকু, ধইন্যা, পুস্টু গুলান বালা পাইতেচি-এরকম হাজার হাজার দেওয়া যাবে।)
আমি এটাই বুঝি না। মন্তব্য করার সময় কেন অনেকেই যত্নবান না, আমাকে বুঝিয়ে দিবেন???
বাংলা আমাদের অহংকার,ভালবাসা। বলা, লেখা সহ যেখানেই বাংলা ব্যবহার করি না কেন, তা শুদ্ধ ভাবে করার চেষ্টা করা উচিত। এ ক্ষেত্রে কারও গাফলতি বা অবহেলা দেখলে সহ্য করতে কষ্ট হয়। আসুন আমরা শুদ্ধ বাংলা বলা ও লেখার চেষ্টা করি।
আমার এ পোষ্টটি কাওকে হেয় বা ছোট করার জন্য নয়। আমি যদি কারও মনে আঘাত বা কষ্ট দিয়ে থাকি, তাহলে আমি ক্ষমাপার্থী। আমি সত্যিই আন্তরিক ভাবে ক্ষমা চাচ্ছি। কাউকে ব্যক্তিগতভাবে ছোট করা আমার উদ্দেশ্য ছিল না।
আপনাদের দোয়া ও ক্ষমা চেয়ে শেষ করছি।