নাহ, এই পোস্টটি কোন বিজ্ঞাপন নয় বরং নিমন্ত্রণ বলতে পারেন ।
আমাদের মধ্যে যারা কর্পোরেট কালচারে পেশা বেছে নিয়েছে কিংবা এই কালচারে এক প্রকার আটকে পড়েছে, তাদের মধ্যে খুব কমন কয়েকটি শব্দ হচ্ছে, "সাস্টেনিবিলিটি", "কমপ্লায়েন্স" কিংবা "সার্টিফিকেশন" ।
সাস্টেনিবিলিটি শব্দটাকে যদি একটি বাক্যে সংজ্ঞায়িত করতে যাই, তাহলে বলতে হয় বর্তমানে আমরা যা ভোগ করছি, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্যও ভোগযোগ্য রেখে যাওয়াটাই সাস্টেনিবিলিটি । কমপ্লায়েন্স অর্থ, মেনে চলা । এই মেনে চলা বলতে আইন মেনে চলা হতে পারে, শর্ত মেনে চলা হতে পারে, কারও চাহিদা মেনে চলা হতে পারে ইত্যাদি । আর সার্টিফিকেশন শব্দটা আমরা জানি । এটার অর্থ স্বীকৃতি । আমরা কোন বিষয় নিয়ে স্বীকৃতি চাইলে আমরা সেই বিষয়ের সার্টিফিকেশন অর্জন করি বা করার চেস্টা করি ।
তো আমি একটি প্লাটফর্মের সাথে শরীক আছি । এই প্ল্যাটফর্ম এর নাম Training on Sustainability Initiatives (TSI) । আমি এই প্ল্যাটফর্মের বিজ্ঞাপন করবো না । তবে এতটুকু বলবো, এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য হচ্ছে বিনামূল্যে সঠিক এবং গুণগত মান নিশ্চিত হয়, এমন ভাবেই যেন ভালো কিছু শেখানো যায়, এমন কিছু ট্রেনিং এর আয়োজন করা যায় । তবে আমি সকলকেই নিমন্ত্রণ দিবো সামনেই হতে চলা দুইটি ফ্রি ট্রেনিং এ । ভার্চুয়াল ট্রেনিং । হয়তো রাতে, অফিস বা ব্যবসা করে এসে ২ থেকে ৩ ঘণ্টা ।
১ম ট্রেনিং এর রেজিস্ট্রেশনের লিংকঃ
ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম (IMS) যেটি কিনা ISO 9001:2015, ISO 14001:2015, এবং ISO 45001:2018 তিনটি ষ্ট্যাণ্ডার্ড একত্রিকরণ । যে কোন প্রতিষ্ঠানের জন্য ISO ষ্ট্যাণ্ডার্ড কতটুকু ভূমিকা রাখে, সেটি নিয়ে দীর্ঘ রচনা লেখা যাবে । এক কথায়, আপনার প্রতিষ্ঠানের গুণগতমান, পরিবেশগত এবং নিরাপত্তাজনিত বিষয়গুলোকে একই সাথে উন্নত করতে এর ভূমিকা অপরিসীম। এই ISO কি, কিভাবে এটা নিয়ে কাজ করা যায় কিংবা প্রতিষ্ঠানে এটি নিয়ে কাজ করলে সর্বোচ্চ উপকার পাওয়া যায়, সেটি নিয়ে জানতে, জয়েন করে ফেলুন ২ ঘন্টা ব্যাপী ফ্রি ট্রেনিং এ । যারা ISO নিয়ে দীর্ঘদিন কাজ করছেন তারাও এই ট্রেনিং এর মাধ্যমে ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন ট্রেনারের কাছ থেকে নিঃসন্দেহে অনেক নতুন কিছু জানতে পারবেন । তাই আর দেরি না করে, রেজিস্ট্রেশন করে ফেলুন । রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/KSpddmeq9RQTMuvY6
২য় ট্রেনিং এর রেজিস্ট্রেশনের লিংকঃ
কর্মক্ষেত্র ভালো ও নিরাপদভাবে পরিচালনা করার জন্য আমাদের যা যা জানা দরকার, তার জন্য অনেক সহায়ক হতে পারে এই ট্রেনিং । এই ট্রেনিং অধিবেশনটি আমাদের কর্মক্ষেত্রে সঠিকভাবে কিভাবে কি করা উচিত এবং পাশাপাশি আমাদের কর্মক্ষেত্র আগুন থেকে নিরাপদ আছে কিনা, সেটা বুঝার উপায়সহ আনুষঙ্গিক বিষয়গুলোকে কভার করবে ৷ এছাড়াও এই ট্রেনিং এ অংশগ্রহণকারীরা তাদের কর্মক্ষেত্রে সবকিছু ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে কীভাবে অডিট পরিচালনা করতে হয় তা শিখতে পারবে। আমাদের মনে রাখা দরকার, শুধু আইন বা নিয়ম পালন করার উদ্দেশ্যেই আমাদের দৈনন্দিন কাজ নয়, বরং আমাদের কর্মক্ষেত্রকে সর্বদা ভালো ও নিরাপদ রাখাও আমাদের অন্যতম উদ্দেশ্য হওয়া উচিত। তাই আসুন, ট্রেনিং টি তে রেজিস্ট্রেশন করে যোগ দিন আমাদের সাথে । আমরা একসাথে আলোচনা করি কিভাবে এই কাজগুলো সম্মিলিত প্রয়াসে সহজভাবে করা যেতে পারে!
ট্রেনিং রেজিস্ট্রেশন লিংকঃ https://forms.gle/HNpDPx3ZCa45AgAe6
বিঃদ্রঃ রেজিস্ট্রেশন করে থাকলে ট্রেনিং এর একদিন আগেই জয়েনিং লিংক দিয়ে দেওয়া হবে ।
আমি বলছি না যে আপনাকে এই ট্রেনিং টি করতেই হবে । এই বিষয়গুলো এত ব্যাপক যে একদিন মাত্র ২ ঘণ্টায় হয়তো তেমন বেশি কিছু শিখতে পারবেন না । কিন্তু এই ট্রেনিং টি নিঃসন্দেহে এই নির্দিষ্ট বিষয়ে আপনার আগ্রহের জায়গাটা তৈরি করবে । পরবর্তীতে হয়তো আরও বেশি কিছু জানার উপলক্ষ্যটাও পেয়ে যাবেন । তবে এই ট্রেনিং গুলোর সাথে প্রাসঙ্গিক কাজের সাথে আপনি জড়িত না থাকলে হয়তো আপনার জন্য এই ট্রেনিং এর প্রতি আগ্রহ তৈরি করাটা কঠিন হবে ।
পরিশেষে জানার উপলক্ষ্যগুলো উন্মুক্ত ও সঠিক ভাবে হোক, এই কামনায় শেষ করছি । সকলকে ধন্যবাদ
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩১