.
প্রেমে পড়েছিলাম সেই কবে! তারপর মাঝখানে অনেকদিন পেরিয়ে গেলো। ভেবেছিলাম এই বয়সে আর প্রেমে ট্রেমে পড়বো না। কিন্তু প্রেমে পড়ার কি কোন বয়েস আছে? হায়! ছাব্বিশে এসে আমি আবার প্রেমে পড়ে গেলাম! কাহিনী কি? সেটাই বলতেই তো এই পোষ্টের অবতারণা।
তো কিভাবে শুরু বলি।
.
.
.
বেশ কিছুদিন পূর্বে একটা পত্রিকায় মেয়েটার ছবি। মাশাল্লাহ সো সুইট এন্ড কিউট।

তো একেকটা গান শুনছি আর উইকি তে মেয়ের খোঁজ খবর নিচ্ছি। এটা আমার পুরনো অভ্যাস। কোন নতুন গান কিংবা নতুন কোন আর্টিস্টের নাম শুনলে উইকি ঘুরে আসি।
উইকিতে গিয়ে তো আমি শেষ। একি দেখছি। এই মেয়ে চারিদিকে এতো রেকর্ড করে ফেললো অথচ আমি গানের পোকা নাকি জানি না। খুব খারাপ।
উনিশ বছর বয়সি এই তরুণীর গান শুধু 'ইউএস টপ চার্টে' উঠে আসে নি, এমন কিছু রেকর্ডের জন্ম দিয়েছে যা রীতিমতো ঈর্ষনীয়।
তারপর mp3raid.com এ গিয়ে মেয়ের নাম লিখে সার্চ দিলাম। আরেব্বাস! গানে গানে ভরপুর। একেকটাতে ক্লিক করি আর ডাউনলোড মারতে থাকি। এক থেকে দুই সেকেন্ডে একেকটা গান ডাউনলোড হচ্ছে।(খোদার কসম বিন্দুমাত্র মিথ্যা বলছি না) আহ! প্রথম বিশ্বের ব্রডব্যান্ড, আই লাভ ইউ সো মাচ!
পরের কাজ হলো ডাউনলোড করা গানগুলো আইফোনে ট্রান্সফার করা। ইদানিং অন্য কোন গান শুনছি না। শুধু আমার প্রেমিকার গান শুনছি।
তো আমার নতুন প্রেমিকার নাম হচ্ছে 'টেইলর সুইফট'।

এর আগে কানাডিয়ান রকস্টার এভরিল লাভি'র প্রেমে পড়েছিলাম। কিন্তু প্রথম এ্যলবামের পরের গানগুলো এই প্রেমিককে হতাশ করেছিলো।

ডিসেম্বরে দেশে যাবো। বাবা মার পছন্দে কেউ একজনের সাথে শহীদ হয়ে যাবার চান্স খুব বেশি। কিন্তু আমার ভালবাসার কি হবে? সুদূর আমেরিকাতে আমি কিভাবে ভালাবাসার খবর পৌছে দিই?


লাভ স্টোরি গানটা।