কাতার নিয়ে মধ্যপ্রাচ্যের নাটক দেখছি গত কিছু দিন যাবত। ঠিক যেন মধ্যপ্রাচ্যের আমেরিকার ভূমিকা পালন করছে সৌদিরা, রাখঢাক না করে হুমকি দিচ্ছে কাতারকে, একঘরে রাখার চেষ্টার কমতি করছে না। জাতিসংঘ কুনখানে?
আমেরিকার জাতিসংঘের চাঁদা বাকি থাকে এটা নতুন কিছু না। এই আমেরিকা যখন ইরাকে গণতন্ত্র রক্ষার জন্য হামলা চালাল, কই ছিল এই জাতিসংঘ?
বাংলাদেশের কুটনৈতিক সম্পর্কের গুরুত্বের লিস্টে সবচেয়ে উপরের দিকে থাকে জাতিসংঘ। চিন্তা করে দেখেন তো কি কাজে আসছে আমাদের? শান্তি মিশনে সেনা/পুলিশ/আনসার পাঠিয়েছি, তাদের ভাল আয় হয়েছে কয়েকটা বছর। আর কি লাভটা হয়েছে? ভারতের বর্ডার গার্ড ফেলানিদের মারে, জাতিসংঘ কই থাকে? রোহিঙ্গারা ঢুকে পার্বত্য চট্টগ্রামে দুনিয়ার কুকাম করছে বছরের পর বছর জাতিসংঘ কি করে? এমনেই আমাদের নুডুলসের ভর্তামার্কা পররাষ্ট্রনীতি এরসাথে "সর্বশেষ আশা" জাতিসংঘও ঘুমায়।
জাতিসংঘ নামের এই মশকরার আখড়ার দৌড় কেবল দুর্বলের উপর জোর প্রয়োগ করা পর্যন্ত। আজকে বাংলাদেশ যদি বার্মা আক্রমণ করে দেখবেন জাতিসংঘের হুমকির নমুনা।
বাজি ধরতে চান?
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:২১