বাংলাদেশের প্রতিবেশি হিসাবে ভারতের ভূমিকা অনেক সময়ই সুন্দর না। সীমান্তে হত্যা, কিছু প্রতিষ্ঠানের একচেটিয়া ব্যবসা, বাণিজ্যে অসমতা, এরকম অনেক অভিযোগ অনেক বছর ধরেই চলে। নতজানু পররাষ্ট্র নীতির কারণে সীমান্তে হত্যার বিরুদ্ধে বলতে গেলে কিছু-ই করা হয় না। লীগের দলীয় ব্লগাররা দেশের আগানো নিয়ে যেভাবে গলা ফাটায়, এগুলো নিয়ে ততই চুপ থাকে। তাই বলে আমাদের প্রথম আলোর এরকম স্বতন্ত্রভাবে এতটা ভারতবন্দনা খুব-ই দৃষ্টিকটু। সকালের পত্রিকায় তো ছিলই। এখন অনলাইনেরটা খুলেকে বুঝবে যে এটা ভারতের কোন বাংলা পত্রিকা না বাংলাদেশি কোন পত্রিকার কলকাতার সংষ্করণ।
অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে স্বামী খুন
মা-বাবার অমতে বছর দেড়েক আগে অমিত নায়ারকে বিয়ে করেন মমতা চৌধুরী। তিনি ...
পুরো খবর না পড়লে কারও বাবার সাধ্য নেই বোঝার যে ঘটনা বাংলাদেশের না।
বলিউডের জনপ্রিয় ‘মা’ আর নেই
হৃদ্রোগে মারা গেলেন অভিনেত্রী জনপ্রিয় ‘মা’ রিমা লাগু। আজ বৃহস্পতিবার সকালে...
একটা জাতীয় দৈনিকের প্রথম পাতার খবর এটা? গত দুই সপ্তাহে কয়জন গুরুত্বপূর্ণ ব্যক্তির মৃত্যু সংবাদ আদৌ কোন জায়গায় ছাপিয়েছে?
জ্বালানি ভারতের কূটনীতির হাতিয়ার!
টাইমস অব ইন্ডিয়া
এই খবর দিয়ে বাংলাদেশিরা কি করবে? আল্লাহ তেল দাও, গ্যাস দাও বলে গানের সুর করবে?
অভাব নেই ভারতের মহাগুরুত্বপূর্ণ খবরের। এগুলোর কিছু খবর ভারতের সব পত্রিকাতেও আসে কিনা সন্দেহ।
বিয়ের জন্য শুটিং–বিরতি
ভারতের পরিবেশমন্ত্রী মারা গেছেন
ত্রিপুরা বন্ধে জনজীবন বিপর্যস্ত
নিজেদের বাংলাদেশের শীর্ষস্হানীয় দাবি করা পত্রিকার এই হল অবস্হা।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৭ দুপুর ২:৪০