আজিকার দিবসগুলোতে সামু খুলিলেই দেখি একজন সিপাহসালারের লেখায় পাঠকের ঝড়। সকলে যখন শীতল সামুতে অবগাহন করিতেছে, মন্তব্য আর পাঠকের অভাবে ধুকিয়া মরিতেছেন, সেখানে সিপাহসালার ভ্রাতার ব্লগ খুলিলেই মনে হয় "ওমা! ভ্রাতা এত জনপ্রিয়।" শুধুই উত্তাপ আর উত্তাপ।
রাত্রি এক ঘটিকায় প্রয়াত পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার জন্মদিন বিগত মহোদয়ের বিধবা দারা/পরিজন/প্রাক্তন দলও বোধ করি উদযাপন করেন না। সিপাহসালার ভদ্দরনোক করেন এবং করিলে সামুতে ১০৯৪ বার দমকলে দূরালাপনী চালাইতে হয়। সাধু সাধু!
অতি প্রাত্যুশে, ভোর ছয় ঘটিকায় জাতীয়তাবাদীদের কেন্দ্র আর তৃণের গোলযোগ মিটাইতে উনি চেষ্টা করিলে সেখানেও হাজারবার আগুন লাগিয়া যায়। অতি উত্তম।
দেশের জনগণ সংগীত পিপাসু বটে। পশ্চিমা সংগীতের স্বদেশী আদলে যাহারা দেশীয় সংগীতের শ্লীলতাহানী ঘটায়, উহাদের জয়বাংলা সংগীত আসরের লেখায় প্রায় আড়াই হাজার নিবেদিত প্রাণ, উদ্দাম ভক্ত পাঠক সিপাহসালার ভ্রাতাকে সাহস যুগাইয়া আসেন। আহা।
আরও অতীতে যাইব না; অতীতের মল ঘাটাইতে নাই, বলিয়াছেন কবিগুরুর প্রেয়সী। গমন করিলে দেখিবেন জাতীয়তাবাদী দল ভবিষ্যতে কি করিবে সে বিষয়ে সিপাহসালার ভ্রাতার চিন্তায় দশসহস্রবার দমকল ছুটিয়া গিয়াছে! ট্রাম্পের বঙ্গের পিরান গায়ে চাপাইয়া শপথের খবরে ছয়হাজার বার পাঠক গমন করিয়াছে। নতুন বিমানবন্দরের স্বপনের পানে ছুটিয়া গিয়াছে আরও ছয়হাজার ভক্ত।
তবু সামুতে নাকি উত্তাপ নাই আগের মত!!
এসবই বিরোধী দলের ষড়যন্ত্র
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:০০