
হৃদয়ের সারমর্মটা তোকে লিখে জানাব বলে,
অন্তুদের বাগানের সবচেয়ে যুবতী গোলাপটাকে
কলম বানিয়েছিলাম।
স্বর্গকে তোর পায়ের তলায় এনে বিছাব ভেবে,
ঠা ঠা রোদে নেশাগ্রস্তের মত খুঁজে বেড়িয়েছি
কোন রূপালী ময়দান।
তোর বিন্দু বিন্দু হাসি বৃত্তবন্দী করব তাই,
বাঁশি হাতে রাখালের পিছে হেঁটেছি তিরানব্বইটি
জোৎস্না রাত।
তোর ধনুক চোখে শরাহত হবার জন্যে,
উন্মাতাল আমি বিদ্রোহ করে অনন্তক্ষণ
নির্নিমেষ থেকেছি।
হৃদয়ের সারমর্মটা তোকে লিখে জানিয়েছিলাম,
চন্দ্রবিন্দু ঠোঁট বাকিয়ে বুঝিয়ে দিলি, ও ভাষা তুই
বুঝিসনা এখনও।