
সাগরের জলে ধুয়ে, পাহাড়ের গা ছুয়ে -
সবুজের শ্যামলিমায়, আকাশের নিলীমায় -
এখানেই আছ শুয়ে -
জন্মভূমি তুমি, তোমার চরণ চুমি ।।
তোমার আকাশজুড়ে সূর্যটা লাল - লাল
কৃষ্ণচূড়ার গায়ে হেলে পড়া রোদমাখা
বিকেলটা।
তোমার আকাশে চাঁদে পূর্নিমাজাল - তাল
হারা হয় ঝোপেঝাড়ে ঝিঁ ঝিঁ পোকা জোনাকির
মশালটা।
রক্তের হোলি মেখে গায়
কখনও পড়নি নুয়ে -
জন্মভূমি তুমি, তোমার চরণ চুমি ।।
তোমার সাগর, নদী, বিল, ঝিল, খাল - পাল
তোলা নৌকার ছইয়ে মাছরাঙা এসে শোনে
মাঝির গান।
তোমার সাগর-বন-পাহাড়ের ঢাল - গাল
ফুলানো শিশুর হাসি-মাখা মুখে লেগে থাকা
মাটির ঘ্রাণ।
জন্মেছি তোমার ছায়ায়
যেন না মরি বিভূঁয়ে -
জন্মভূমি তুমি, তোমার চরণ চুমি ।।