
১.
অত মৃদুস্বরে, কথা ধার করে, গোলাপি প্রলাপী আলাপ বাদ –
স্বপ্নরা শেষ, বাস্তবে এস, শোনাবো তোমায় দুঃসংবাদ -
মৃত্যুর পরে, লাশকাটা ঘরে, ধার দিয়ে যেও একটা প্রাণ!
বেঁচে থাকাটাই - ঘুড়ি ও নাটাই, এখন আমার সুতোর টান।
২.
বেড়াতে যাবে? চল শৈশবে যাই, লাটিম, ঘুড়ি ও মার্বেল কিনে -
কিংবা কৈশোরে, লাগবে একটা ক্রিকেট ব্যাট, যাবো সাইকেলে চড়ে।
তারুণ্যে যাবে? চল, বন্ধুগুলোকে পেলেই পথটা ফেলব চিনে,
শুধু যৌবন বাদ, ওখানে প্রেমের কবরটা এখনও অবাঁধানো পড়ে।

৩.
উড়িয়ে দেব দুঃখের মেঘ, সুখের বেলুন, স্বপ্নঘুড়ি -
গুড়িয়ে দেব ঠুনকো আবেগ, বাধার দেয়াল, নিয়ম নীতি –
ঘুরিয়ে দেব ভাগ্য চাকা, জীবনের মোড়, ঘাতক ছুরি -
পুড়িয়ে দেব তোমার স্মৃতি, তোমার স্মৃতি, তোমার স্মৃতি।