অবশেষে আমি সামুর চোখে নিরাপদ। যখন রেজিষ্ট্রেশন করছিলাম তখন তারা আমাকে বলে আমাকে নাকি ৭ দিন


১ দিন
২ দিন
৩ দিন
...
...
...
৭ দিন
ওমা এ দেখি প্যাক পেকে কাদা

কই ওদের পর্যবেক্ষন দেখি শেষ ই অয় না। আর না পেরে আমি সামুকে পর্যবেক্ষন করা ছেড়ে দিই।

ভুলেই গিয়েছিলাম যে আমি সামুতে রেজিশট্রেশন করেছিলাম।
একসময়(গতকাল রাতে) আমার মোবাইলে ইমেইল পেলাম। সামু আমাকে কনগ্রাটস করছে।

খুশি হবার বদলে বিরক্ত হলাম।

প্রতিবাদ স্বরুপ কাল না ঢুকে আজ ঢুকব স্থির করলাম।
একি আমি কি নামে রেজিষ্ট্রেশন করেছিলাম আর পাসওয়ার্ড ই বা কি দিয়েছিলাম। শেষে একটা ক্লু পেলাম ইমেইল আইডি(!)
যাক সেটা দিয়েই হারানো স্মৃতি শক্তি ফিরে পেলাম।
আমার এক বন্ধুকে ফোন করলাম কথায় কথায় থাকে দিলাম এই সুখবর(!) সে তো হতবাক। কারন বেচারা নাকি এই পর্যন্ত ৫টি একাউন্ট খুলেছে সবগুলোই ব্যান করেছে সামু।
কেন কি করেছিস।
কিছুই না একটা পোস্টও করি নাই। প্রথম বার একটা কবিতা দিয়েছিলাম ব্যান খাবার পর ভেবেছি পোষ্ট করা যাবে না এসময়। কিন্তু তবুও.......











