নাগরিক সংবর্ধনা, সম্মাননাগ্রন্থ প্রকাশনা উৎসব, প্রকৃতিমেলা, আলোকচিত্র প্রতিযোগীতা, প্রমান্যচিত্র প্রদর্শনীসহ বিচিত্র আয়োজনে সম্পন্ন হলো বরেণ্য প্রকৃতিবিদ, লেখক ও অধ্যাপক দ্বিজেন শর্মার ৮৫ তম জন্ম বার্ষিকী। তরুপল্লবের আয়োজনে শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী চত্বরে গত ১২ জুন শুক্রবার সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলে উক্ত অনুষ্ঠান। জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার আরো একবার ভক্ত-অনুরাগীদের অকৃত্রিম ভালবাসায় সিক্ত হলেন এই নিসর্গসখা । দেশবরেণ্য এই প্রকৃতিবিদকে নিয়ে প্রকাশিত হয় ''প্রকৃতিপূত্র দ্বিজেন শর্মা'' নামক গ্রন্থ ।ছাদ বাগানের সংগঠন আরবান রুফ গার্ডেনার্স সোসাইটির পক্ষ থেকেও এই দেশ বরেণ্য প্রকৃতিবিদকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় । আরবান রুফ গার্ডেনার্স সোসাইটি এমন একজন প্রকৃতিপ্রেমীর জন্মোৎসবে অংশ নিতে পেরে আনন্দিত। প্রকৃতি মেলার কিছু ছবি ।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূরের সাথে আমি (আরবান রুফ গার্ডেনার্স সোসাইটির প্রেসিডেন্ট) ।
আরবান রুফ গার্ডেনার্স সোসাইটির স্টলের সামনে প্রকৃতিপ্রেমী
আরবান রুফ গার্ডেনার্স সোসাইটির কর্মকর্তাদের সাথে দ্বিজেন শর্মা
আরেক প্রকৃতিপ্রেমী জনাব বিপ্রদাস বড়ুয়া
আরবান রুফ গার্ডেনার্স সোসাইটির ষ্টল
ষ্টলে দর্শনার্থীদের ভীড়