বাংলাদেশের প্রকৃতি , পরিবেশ ও প্রতিবেশের নানা উপাদান এবং এর গুরুত্ব সম্পর্কে সবার মাঝে সচেতনতা সৃষ্টি করতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল ০৫/০১/২০১৩ তারিখ চ্যানেল আই চত্বরে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হল ‘প্রকৃতি মেলা-২০১৩’। উক্ত মেলায় আমাদের ছাদে বাগানের সংগঠন বাংলাদেশ গ্রীন রুফ মুভমেন্টও দ্বিতীয় বারের মত অংশ নিল । প্রকৃতি মেলায় গম্ভীরা, জারি সারি, কবিগান, ভাওয়াইয়া, আবৃত্তি, চিত্রাঙ্কন, আলোকচিত্র প্রদর্শনী, সাক্ষাত্কার, নৃত্য পরিবেশনা ছাড়াও অনেক বৈচিত্রময় আয়োজন ছিল । প্রকৃতি মেলার বৈচিত্রময় অনুষ্ঠানের বিভিন্ন ছবি দিয়ে ইতোপূর্বে একটি পোষ্ট দিয়েছিলাম । আজ প্রকৃতি মেলা - ২০১৩ এর দ্বিতীয় ছবি পোষ্ট ।
ছাদে বাগানের সংগঠন (বাংলাদেশ গ্রীন রুফ মুভমেন্ট) এর ষ্টলে কয়েকটি ছোট আকারের বনসাই
টবে ষ্ট্রবেরী চারা
আমাদের সংগঠনের (বাংলাদেশ গ্রীন রুফ মুভমেন্ট) কয়েকটি শ্লোগান
বাংলাদেশ গ্রীন রুফ মুভমেন্টের ষ্টলে ক্রেতাদের ভীড়
বাংলাদেশ গ্রীন রুফ মুভমেন্টের ষ্টলে বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ
ব্র্যাক নার্সারীর ষ্টল
গ্রীন বাংলা ষ্টলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জনাব ড. এম. এ. সালাম গমের চারার জুসের উপকারিতা সম্পর্কে জনগনকে অবগত করছেন ।
প্রকৃতি মেলায় অংশগ্রহনকারী অন্যান্য আরও কয়েকটি ষ্টল
অপরূপ সাজে বংশীবাদক
চ্যনেল আইয়ে সরাসরি মেলা প্রচার করা হচ্ছে
বিনামূল্যে রূহ আফজা
ছাদে বাগানের তথ্য নিয়ে লেখা আমার নিজস্ব ওয়েব সাইট শীতল রুফ গার্ডেন ।