বাংলাদেশের প্রকৃতি, পরিবেশ ও প্রতিবেশের নানা উপাদান এবং এর গুরুত্ব সম্পর্কে সবার মাঝে সচেতনতা সৃষ্টি করতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল ০৫/০১/২০১৩ তারিখ চ্যানেল আই চত্বরে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হল ‘প্রকৃতি মেলা-২০১৩’। উক্ত মেলায় আমাদের ছাদে বাগানের সংগঠন বাংলাদেশ গ্রীন রুফ মুভমেন্টও দ্বিতীয় বারের মত অংশ নিল । প্রকৃতি মেলায় গম্ভীরা, জারি সারি, কবিগান, ভাওয়াইয়া, আবৃত্তি, চিত্রাঙ্কন, আলোকচিত্র প্রদর্শনী, সাক্ষাত্কার, নৃত্য পরিবেশনা ছাড়াও অনেক বৈচিত্রময় আয়োজন ছিল । প্রকৃতি মেলার বৈচিত্রময় অনুষ্ঠানের বিভিন্ন ছবি দিয়েই সাজানো হল আজকের ছবি পোষ্ট - এক ।
চ্যানেল আই চত্বরের প্রবেশ গেইট
প্রবেশ গেইটে অভ্যর্থনার দাড়িয়ে দাড়িয়ে বিশাল হাতি
মেলা উদ্বোধনের অপেক্ষায় অতিথিবৃন্দ
উদ্বোধনী নৃত্য
ছাদে বাগানের সংগঠন বাংলাদেশ গ্রীন রুফ মুভমেন্টের ষ্টলের কয়েকটি ছবি
আমদের ষ্টলের (বাংলাদেশ গ্রীন রুফ মুভমেন্ট) কিছু শীতকালীন ফুল ।
মঞ্চে একে একে আসছে পেঁচা, মোরগ, হরিণ, ডলফিন ও বাঘ
বিভিন্ন শিল্পীর পরিবেশিত গান মেলাকে করে রাখে প্রানবন্ত
আজ এ পর্যন্তই, পরবর্তী পর্বে বাকীগুলো
ছাদে বাগানের তথ্য নিয়ে লেখা আমার নিজস্ব ওয়েব সাইট শীতল রুফ গার্ডেন ।