
মধুমাস শেষ অনেক আগেই । ফলে ফলে ভরপুর নেই আমার বাগান । তাই বলে যে বাগান একেবারে ফলশূন্য তা কিন্তু নয় । এখনও কিছু কিছু গাছে দু চারটা ফল ঝুলে আছে গাছে । কিছু গাছে নতুন করে ফুল ছাড়তে শুরু করছে । এই মূহুর্তে আমার ছাদে বাগানের অবস্থা কেমন তা দেখুন ছবিতে ।

কিছুটা টক-মিষ্টি মালটা এটি

বারমাসী আমড়া গাছের এই মূহুর্তের ছবি

এটি কিন্তু টক নয়, মিষ্টি মালটা

পাকিস্তানী আনার

থাই মিষ্টি তেতুলের নতুন কুঁড়ি

এখনও কিছু করমচা ঝুলছে গাছে

মিষ্টি কামরাঙা প্রায় শেষ, কিন্তু আবার ফুল ছাড়তে শুরু করেছে

কাজী পেয়ারা এখনও শেষ হয়নি

আমার ছাদে পুদিনা পাতা

থানকুনি পাতা

কাগজী লেবুর নতুন কুঁড়িতে ছেয়ে যাচ্ছে গাছ
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৫৬