
ভার্মি কম্পোষ্ট সার
ছাদে বাগানে ব্যবহারের জন্য সহজ এবং উত্তম জৈব সার হছে এই ভার্মি কম্পোষ্ট । ভার্মি কম্পোষ্ট ব্যবহারে ফসলের উৎপাদন অনেক গুণ বৃদ্ধি পায় । রাসায়নিক সারের ব্যবহার অর্ধেকেরও কম করতে হয় । ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার একটি সম্পূর্ণ জৈব সার । এই সার মাটির স্বাস্থ্য ভাল করে ও মাটিকে উর্বর করে তুলে । ফসলের বর্ণ, গন্ধ, স্বাদ ও অন্যান্য গুণগতমান উন্নয়নে সহায়তা করে । কেঁচো সার ব্যবহারে ফসলের উৎপাদন খরচ অনেক কম হয় । এই সারে জৈব পদার্থ, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার, ম্যাগনেশিয়াম, বোরণসহ অসংখ্য গুণ থাকায় রাসায়নিক সার ব্যবহারের তেমন কোন প্রয়োজন হয় না । ভার্মি কম্পোষ্ট ব্যবহারে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় । ভার্মি কম্পোষ্টে গাছের অত্যন্ত প্রয়োজনীয় কয়েকটি এনজাইম ও হরমোন আছে যা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
এতসব গুণের অধিকারী এই সারটি কিভাবে ব্যবহার করবেন তা জেনে নিন নিচের লেখা থেকেঃ
গাছ লাগানোর পূর্বেই মাটি প্রস্তুত করার সময় একটি ২০ ইঞ্চি টবের ক্ষেত্রে গোবর সার মাটির তিন ভাগের এক ভাগ , ভার্মি কম্পোষ্ট সার ৪০০ গ্রাম, একত্রে মিশাতে হবে । ১৪-১৫ দিন পর একটি ভাল কলমে চারা লাগাতে হবে । গাছ লাগানোর ৪/৫ মাস পর থেকে গাছ প্রতি ২০০ গ্রাম ভার্মি কম্পোষ্ট সার ২ মাস অন্তর অন্তর গাছের গোড়ায় মাটি খুচিয়ে প্রয়োগ করুণ । শহরে অবস্থানের কারণে যাদের গোবর সার সংগ্রহে সমস্যা আছে তাদের জন্য ভার্মি কম্পোষ্ট সার আশির্বাদ বলা চলে । কারণ গোবর সারের পরিবর্তে মাটির সংগে শুধুমাত্র ভার্মি কম্পোষ্ট সার প্রয়োগ করেও যে কোন গাছ লাগানো যায় । এক্ষেত্রে ভার্মি কম্পোষ্ট সারের পরিমান বাড়াতে হবে । ভার্মি কম্পোষ্ট সার সরবরাহ করা সহজ যে কারণে ছাদে বাগানের জন্য উক্ত সার ব্যবহার করতে পারেন ।

প্যাকেটে সরবরাহকৃত ভার্মি কম্পোষ্ট সার
আমার ছাদে বাগান সংক্রান্ত পূর্বের পোষ্ট সমুহ
১। আমার ছাদে বাগানের ছবি পোষ্ট - ২০১১
২। আমার ছাদে বাগানের ছবি পোষ্ট-০১
৩। আমার ছাদে বাগানের ছবি পোষ্ট - ০২
৪। আমার ছাদে বাগানের ছবি পোষ্ট - ফাল্গুনী আপডেট
৫। ছাদে বাগান করার পদ্ধতি ০১
৬। ছাদে বাগান করার পদ্ধতি ০২
৭। রুফ গার্ডেনিং নিয়ে কিছু কথা
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১২ রাত ৯:০০