নব্বই দশকের এক ঝাঁক বিজ্ঞাপন ব্লগে নিয়ে এসেছিলাম ঠিক মাস চারেক আগে। সন্তর্পনে আবার ফিরছি সবাইকে নস্টালজিক করার আরেকটা প্রচেষ্টা নিয়ে।
জুঁই নারিকেল তেলের এই বিজ্ঞাপনটি দেখতে দেখতে শৈশবের একটা অধ্যায় পার করে এসেছে আমাদের প্রজন্ম । মেয়েরা আজকাল আর চুল লম্বা করে না


নোবেল তানিয়ার প্রথম দিককার বিজ্ঞাপন, ৯১ কি ৯২ এর ।বাংলাদেশের সর্বপ্রথম দেশী স্মার্ট পণ্য প্রতিষ্ঠান-- আজাদ প্রোডাক্টস।
৯৭/৯৮ এর দিককার কিছু বিজ্ঞাপন দেখা যাক।
শম্পা রেজার প্রাইড( শম্পা রেজাকে ভাল না লাগলেও প্রাইডের বিজ্ঞাপনটা ভালই লাগত)
মডেল ফিমার করা প্রাইড:
রেম্প মডেলদের (কোনদিন যাদেরকে পছন্দ হল না) করা প্রাইড:
৯০ দশকের শেষদিকের আলোচিত মডেল তিন্নি ছিলেন প্রাইডের যে বিজ্ঞাপনে:
আবার একটু পেছনে ফিরি, সম্ভবত ৯৫ এর দিকের কোকা-কোলার বিজ্ঞাপন:
ক্যারিয়ারের তুঙ্গে তখন শমী-বিপাশা। নিয়ম ছিল, দেশের শীর্ষ তারকারা হবেন লাক্সের মডেল । এই বিজ্ঞাপনে শমী-বিপাশাকে দেখা গিয়েছিল একসাথে। এটাও সম্ভবত ৯৫ কি ৯৬ এর:
একই সময়ে সবুজ লাক্সের মডেল হলেন দেশের তৎকালীন শীর্ষ মডেল মৌ:
এর কিছুদিন পর এলেন মডেল চৈতী। অল্প সময়েই ঝড় তুললেন, জুঁই নারিকেল তেলের পর আমিন জুয়েলার্স:
জনী টেক্সটাইলের বিজ্ঞাপন:
জয়ার তখন শুরু , শিমুলের প্রায় সারা (গরু মার্কা ঢেউটিন):
অবশ্য এরও কিছু আগে নেভী সিগারেটের একটি বিজ্ঞাপন করেছিলেন জয়া মাসুদ , যেটা এখনও অনেকে দেখলে বিশ্বাস করতে পারবেন না।
এই বিজ্ঞাপনটি হিন্দিতে , তবে দেখার পর কিছু একটা মনে পড়ে যাবে:
টিভিতে যখন সিগারেটের বিজ্ঞাপন প্রচারে কোন বিধি-নিষেধ ছিল না , গোল্ড লিফ তখন সবার শীর্ষে:
স্মার্ট বিজ্ঞাপন বার্জারের , পপিকে প্রথম চিনল সবাই :
চৈতী-শিমুলের বার্জারের মিষ্টি সেই বিজ্ঞাপন:
জেমস যখন বাংলাদেশ কাঁদিয়েছিলেন বাবা - মা গেয়ে, সে সময়কার পেপসির বিজ্ঞাপন:
মনে পড়ে , মনে পড়ে (রেডকাউ), সে সময়কার বিজ্ঞাপন , যে সময়ের অধিকাংশ স্মৃতিই মুছে গেছে:
লাইফবয় :
শরীফ মেলামাইন:
শরীফ মেলামাইনের আরেকটি :
আবুল খায়ের গ্রুপের অনেকগুলো পণ্যের বিজ্ঞাপনের অংশবিশেষ একসাথে:
নেভী + সিগারেট বিপাশা/তৌকিরের দাম্পত্য পর্বের শুরুর দিকে করা বসুন্ধরার বিজ্ঞাপন:
সবশেষে একটি অন্যরকম ক্লিপ। পুরোটা না দেখতে চাইলে টেনে ১ মিনিট ৫০ সেকেন্ড থেকে শুরু করুন । চমক অপেক্ষা করছে

শেষ করি চারটি বিজ্ঞাপনের একটি ধ্রুপদী কালেকশন দিয়ে , যে বিজ্ঞাপনগুলোর কথা আমার নিজেরও মনে ছিল না। কেবল দেখার পর জমে থাকা ধুলো সরিয়ে স্মৃতি আধো-আধো জেগে উঠল।
শেষ চারটি বিজ্ঞাপনের কালেকশন খুঁজে বের করার জন্য ব্লগার অমলকান্তি রোদদুর হতে চেয়েছিল কে অসংখ্য ধন্যবাদ
.............................................................................................
প্রথম পর্বের লিংক
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১২ রাত ১০:৩৯