কিছু দিন আগে ঘুড্ডির পাইলট( রাফাত নুর) ভাই একটা পোস্ট দিয়েছিলেন কেমন হবে ২০২০ সালের সামু??
তার আইডিয়াগুলো বিয়াফোক ভালু লাগছিল মনে হইছিল যদি আসলেই এইরকম হইত??
তবে তার প্রস্তাবিত বিষয়গুলোর মধ্যে দুই একটা বিষয়ে খটকা লেগেছে তাই সেগুলা আপনাদের আলোচনা করতে চাচ্ছি। আশা করি আপনারা মতামত দিবেন।সেই সাথে ঘুড্ডির পাইলট কেও আমন্ত্রণ জানাই।
১।সামুতে রেজিস্ট্রেশনঃ
সামুতে নিক খুলোনের জন্য দোকানে দোকানে সামু ছিম কার্ড পাওয়া যাইবো। মোবাইলে ইউজানের লাইগা না !!!!! এইডা ওর-স্যালাইনের লগে গিলা ফালাইতে হইবেক বাস নিক খুলা হইয়া যাইবো। আপ্নের মেইল, ফেবু আইডি হইতে শুরু কইরা আপ্নের চৌদ্দ গুষ্টির সকল তথ্য সামুর সার্ভারে ইনষ্টল হইয়া যাইবো। আর সামুর সাথে আপ্নের বডির একটা সংযোগ তৈয়ার হইবে কারন এই ছিম দিয়াই আপ্নার সামু ব্লগ নিয়ন্ত্রন হইবে।
এই বিষয়ে আমি বলতে চাই কেউ যদি প্রাকৃতিক কর্ম সারবার সময় সেই সিম কার্ডও বিসর্জন দেয় তাইলে কি নিক বাতিল হইয়া যাইব?? সামুর সার্ভার হইতে কি তার সমস্ত তথ্য মুছিয়া যাবে?
ঘুড্ডির পাইলট বলেছেন: আপ্নার প্রথম প্রশ্নের উত্তর :
এই ছিম কার্ড বা মেমরি চিপ যাই বলেন , এটার প্রদানকৃত তথ্য সামুর সার্ভার হইতে মুছে যাবে না, উপরন্তু ছিম কার্ড বিসর্জন কালীন সময় একটা নয়া তথ্য সার্ভারে সংযুক্ত হইবো , সেটা হইলো আপ্নে কুন হোডেলে ভাত খাইছেন ? খাওয়ার আগে হাত সাবান দিয়া ধুইছিলেন কিনা, পেটের বর্তমান পরিস্থিতি পাকিস্তানের রাজনৈতিক অবস্থার চাইতে ভালো কিনা !
২।মডারেশন ইস্টাটাস
নিক খুলোনের পরে আপ্নের চোখের কালার চেইঞ্জ এর উপ্রে নির্ভর করবো মডারেশন ইষ্টাটাস যেমন :
আপ্নের চোখ যদি হয় কমলা কালারের তবে বুজতে হইবে আপ্নি এখন ওয়াচে আছেন,যদি হইলদা কালার হয় তাইলে দুইটা কাম হইতারে হয় আপ্নের জন্ডিস হইছে নয়তো আপ্নে জেনারেল হইছেন। আর সবুজ হইলে তো কতাই নাই "সেইফ হইছিরে পোষ্ট দিবেন" ।
আচ্ছা কেউ যদি কালো সানগ্লাস বা চশমা ব্যবহার কি হইবে?? তার নিক কি ব্লক বুঝা যাইবে??
ঘুড্ডির পাইলট বলেছেন: আপ্নের ২য় প্রশ্নের উত্তর
আরে মিয়া এই সব ছান গেলাচ বেভার করবেন ডেটিং এ গেলে !!! ব্লগিং এর সময় ছান গেলাচ থাকবো কেন ? শুনেন যদি আপ্নে কালো চসমা বেভার করেন তাইলে তো আপ্নে ইন্টারনেট কভারেজ এর বাইরে থাকবেন !!! নেটওয়ার্ক ই থাকবো না !!! ইমো দিবাইন কেমনে !?? অখন থিকা কালা চসমা বেভার করা বাদ দেউন যে।
৩।সামু গিফ্ট
অনেকেই ব্লগে জন্মদিনের পোষ্টে কেক সহ অন্যান্য খাবারের ছবি দেয়, ২০২০ সালে এই ধরনের পোষ্টে ডুকনের সাথে সাথে আপ্নি অইসব ছবির খাবারের অরিজিনাল টেষ্ট আপ্নার জিবলায় পাইবেন , মাগার পেট কিন্তু ভরবো না। সতর্কতা কিছু কিছু ব্লগার মল মুত্র সহ জুতা , ঝারুর ছবি ব্রগে আপলোড করে থাকে অই সব পোষ্ট এড়িয়ে চলতে অনুরোধ করছি।
(নো ফডু )
এই ব্যাপারে আমার মতামত হচ্ছে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে বিশেষ ধরনের ফিল্টার ব্যবহার করা যেতে পারে যাতে দূষিত বিষয়গুলো আটকে যায়। B
নতুন প্রশ্ন, ব্লগার রাইসুল সাগর : আমারো একটা পরশনো আছিল ঘুড্ডির পাইলট এর কাছে, ভাই সব ছিম কাডের মত কি সামু কাডেও হেঁচকি লোড করা লাইগ বো নি?
ঘুড্ডির পাইলটের সে যুগান্তকারী পোস্ট যারা মিস করছেন দেখেন ।