আমাদের প্রতিদিনের দৈনন্দিন জীবনে এমন কিছু কিছু ব্যাপার আছে যা আমরা সারাজীবন ধরে ভুল ভাবে করে আসছি । এইগুলো যে ভুল ভাবে করা হচ্ছে তাও আমাদের ধারণার বাইরে । এমনকি এই ব্লগটি লেখার আগে আমি নিজেও জানতাম না যে সহজ এই ব্যাপারগুলো ভুল ভাবে করা হচ্ছে । কিন্তু এইগুলো যদি সঠিক ভাবে করা হয় তাহলে আমাদের অনেক অপচয় করা রোধ হবে এবং জীবন-যাপন সহজ হবে ।
১।
আমি সত্যিই জানতাম না যে সঠিক ভাবে তরমুজও কাটা যায় ! অবিশ্বাস্য তাই না ??? কিন্তু ছবিটা দেখুন । বোঝাই তো যাচ্ছে এইভাবে তরমুজ কাটলে সুন্দর ভাবে খাওয়াও যাবে আর অপচয়ও হবে না ।
২।
বিলিভ মি, আমি সবসময় ভুল ভাবে হেডফোন ব্যাবহার করেছি । আমার মতো অনেকেই ভুলভাবে এই কাজটা করেছে ।
৩।
এইজন্যই তো বলি আমি পিজ্জা খাওয়ার সময় এতো পিজ্জা পরে যেতো কেন !!!
৪।
এইজন্যই তো বলি পলিথিনের ভিতর কিছু রাখলে সেগুলো মিইয়ে যায় কেন !!! এখন থেকে আর পলির ভিতরের কিছু নষ্ট হবে না !
৫।
মুখে স্নো টাইপ কিছু দেওয়ার সময় মনে করতাম যত বেশী জোরে ডলে ডলে স্নো দেওয়া যাবে, তত তাড়াতাড়ি কাজ হবে ! কিন্তু এখন দেখছি ভুল সবই ভুল ! মুখে স্নো বা অন্য কিছু দেওয়ার বেস্ট নিয়ম হচ্ছে আলতো ভাবে দেওয়া লাগে ।
৬।
অপচয় না করে সুন্দর ভাবে কাপ কেক খাওয়ার উপায় ছবিতেই আছে ! -_-
৭।
আপনি উরাধুরা বুকডাউন মারা খুব পছন্দ করেন তাইনা ?!! তাহলে ছবিটি দেখুন ভালো মতো । নাহলে কিন্তু হিতে বিপরিত হবে
৮।
আম কাটারও নিয়ম আছে ?!!!!! জাস্ট অবাক হয়ে গেলাম !!!
৯।
আপনি মেয়ে হলে দেখে নিন খুব সামান্য একটা জিনিস এতোদিন কি ভুল করছিলেন আর ছেলে হলে পরিচিত মেয়েদের বলুন তাদের এই ভুলের কথা !
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৪