যেন অনন্ত কাল অনন্ত যুগ ধরে
জাগতিক সব আপেক্ষিকতাকে দুপায়ে মাড়িয়ে
জীবনের সব ব্যর্থতাকে তুচ্ছ করে
অতীতের সব দুঃখ কষ্টকে মুছে দিতে
ভোরের শিশির ভেজা লাজুক রোদ্দুরে
একটি সাদা গোলাপ হাতে তুমি আসবে
গোলাপের প্রতিটি পাঁপড়ির কোনে আঁকা স্বপ্নদৃশ্য
অমলিন হাসিতে হেসে তুমি বলবে-
"আমি এসেছি"।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪