মোবাইল ফরেনসিক এবং ফিজিক্যাল এনালাইসিস (UFED Analysis)
স্মারটফোন বা মোবাইল ফরেন্সিকের জন্য বিভিন্ন ধরনের এনালিসিস করা হয়। UFED physical Analysisতার মধ্যে অন্যতম। UFED Analysis একধরনের এডভ্যান্স লেভেলের এনালাইসিস ও ডিকোডিং। UFEDহল Universal Forensic Extraction Device এর সংক্ষিপ্ত রুপ। মোবাইল ফোন বা স্মার্ট ফোন, ট্যাব, প্যাড ইত্যাদি ফরেন্সিকের জন্য একটি ডিভাইস ব্যবহার করা হয় যার নাম সেলব্রাইট (Cellebrite) সম্ভবত ২০১০ সালে UFED তে ২৫০০ মোবাইল ফোনের ফিচার জুক্ত করা হয়। GSM, TDMA, CDMA, iDEN ইত্যাদি ফিচার গুলিও জুক্ত করা হয়। Cellebrite এর ষ্ট্যাণ্ডার্ড ভার্সনের সাথে বিভিন্ন ধরনের ফোন ক্যাবল যুক্ত করার অপশন থাকে। এছাড়াও এর সাথে একটা বিল্টইন সিম কার্ড যুক্ত থাকে। এছাড়াও ডিভাইসটিতেIR, Bluetooth এবং warless byabharer সুবিধা যুক্ত করা হয়েছে।
এই ডিভাইসের ব্যবহার কারীকে যে সুবিধা দিয়ে থাকে সেগুল হল।
লজিক্যাল এক্সট্রাক্সনঃ
লজিক্যাল এক্সট্রাক্সন বলতে ডিভাইসের ডাটা উদ্ধার করাকে বুঝায়।
ফিসিক্যাল এক্সট্রাক্সনঃ
ফিসিক্যাল এক্সট্রাক্সন বলতে ডিভাইসের মেমরি অর্থাৎ রম/র্যামের ড্যাটা উদ্ধার করাকে বুঝায়।
ফাইল সিস্টেম এক্সট্রাক্সনঃ
ফাইল সিস্টেম এক্সট্রাক্সন বলতে ফাইল সিস্টেমে থাকা ড্যাটাকে উদ্ধার করা বুঝায়।
সিম কার্ড ক্লোনিংঃ
সিম কার্ড ক্লোনিং বলতে, সিম কার্ডে সংরক্ষিত ড্যাটা কপি করে ব্লাঙ্ক কার্ডে ওই ড্যাটা রাইট করে হুবহু আরেকটা সিম কার্ড তৈরি করা যায়। এখানে জেনে রাখা ভাল সিম কার্ডের বিভিন্ন ভার্সন আছে যেমন V1, V2 এবং V3। V1 কে কপি করা খুবই সহজ, V2 কে কপি করা তুলনা মুলক কঠিন। V3 কে কপি করা খুবই কঠিন। এবং কষ্ট সাধ্য। অনেক ক্ষেত্রে সফল হলেও ঠিক মত কাজ করে নাই।
পাসওয়ার্ড এক্সট্রাক্সনঃ
বলতে ডিভাইসের পাসওয়ার্ড রিকভারি করা বুঝায়।
এই ডিভাইসের দাম একটু বেশি। এর পরেও কত্রিপক্ষকে ধন্যবাদ দিতে হয় তাদের উন্নত টেকনোলজির জন্য, তারা এই ডিভাইস টি তৈরি করেছে অপরাধ দমনের জন্য। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য কারো কাছে ডিভাইসটি বিক্রি করা হয় না। এমনকি ট্রেইন্নিংও দেয়া হয় না। যতক্ষণ না উপযুক্ত প্রমান পত্র কত্রিপক্ষের কাছে না জমা দেয়া হই।
এমন প্রযুক্তি এখন পর্যন্ত আর কেউ তৈরি করতে পারেনি সেলব্রাইট কত্রিপক্ষ ছাড়া।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৩