এ রকম হুলস্থুল বোহেমিয়ানের মতো চলাফেরা
অনির্দিষ্ট ঘুরে ফিরে বেড়ানোটা আমারও পছন্দ নয়
যদি বা বাসে কোরে হঠাত কোথাও নেমে ঘুরে আসি
এক একদিন গেরস্থালী বাজারের বারোয়ারী ভীড় ভালোবাসি,
রেসকোর্সে ঘোড় দৌড় জমায়েত হই।
এ রকম বোহেমিয়ান আমার স্বভাব আমি।
নিজে যদিও বা পছন্দ করি না তবুও
বিনাটিকিটের নীল রেলগাড়ী চড়ে বেশ
ছেড়ে যাই হৃদয় প্রদেশ সূর্য ঘরবাড়ী নীল বনভূমি!
এক-একটি ইস্টিশান তার সাফসোফ
অতিথিপরায়ন কন্ঠে ডাকে যেনো হৃদয় প্রদেশ বহু লোক,
আমি ভ্রাম্যমান ঠোটে,
এক রকম নিঃসঙ্গতা ভালোবাসি!
এ রকম নিঃসঙ্গতা যদিও বা ভালো নয়
তবু ভালোবাসি আমি নিঃসঙ্গতা,
নিজেকেই নিজে বলি শোনো হে উল্লুক,
আমি পথচারী নই আমি ভ্রামণিক নই
আমি শুধু দৃশ্যের দর্শক। দৃশ্য ছাড়া
আমার কাউকে কোনো প্রয়োজন নেই!
- দৃশ্যছাড়া / আবুল হাসান
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১১ সকাল ৯:১৯