একদা এমনই বাদলশেষের রাতে---
মনে হয় যেন শত জনমের আগে---
সে এসে সহসা হাত রেখেছিল হাতে,
চেয়েছিল মুখে সহজিয়া অনুরাগে ;
সে-দিনও এমনই ফসলবিলাসী হাওয়া
মেতেছিল তার চিকুরের পাকা ধানে ;
অনাদি যুগের যত চাওয়া, যত পাওয়া
খুঁজেছিল তার আনত দিঠির মানে |
একটি কথার দ্বিধাথরথর চুড়ে
ভর করেছিল সাতটি অমরাবতী ;
- শাশ্বতী / সুধীন্দ্রনাথ দত্ত
(অংশবিশেষ)
সূত্র: View this link
কবিতার এই অংশটা অনেক বেশি প্রিয়।তাই শেয়ার করলাম।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:২১