ভালো আছো, জেনে ভালো লাগলো। নিত্যদিন ভালো থাকার জন্য ব্যাকুল হয়ে যখন ভালো থাকা হয়ে ওঠেনা তখন কামনা করতাম তুমি ভালো থেকো। তুমি আমার স্মৃতি ফেলে একটা তরতাজা প্রাণ নিয়ে সুখে আছো জেনে ভালো লাগলো। হয়ত ভালো লাগছে না সত্যি। তবুও মানুষ আমি, মিথ্যে করে হলেও বলবো ভালো লাগছে। কারন আমরা সবাই অভিনয় করে কাটিয়ে দেই জীবনের প্রায় অধিকাংশ সময়টুকু!
আমার মা বলতো তুমি নাকি একদিন বুঝবে! সেই একদিন কী কোনদিন আসবে? নাকি কোন একদিন সে "একদিন" এসে চলেও গেছে। আমি জানতে পারিনি। তুমি কী সত্যি কোনদিন বুঝবে? নাকি বুঝে সেই বুঝাটুকু "বোঝা" ভেবে ছুঁড়ে ফেলে দিয়েছ, আমার সামনেও পড়েনি সে আবর্জনাটুকু!তবে আজও কেন চোখের কোনে জল জমে শুকিয়ে পড়ে থাকে। তাকে ছুঁয়ে দেখবারও কেউ নেই?
আমি নিজ হাতে যে পৃথিবীটাকে একটু একটু করে গড়েছিলাম নিজের মতো করে। কোথাও ফুল, কোথাও বাগান কোথাও বা সুখের এখটা পোট্রেট! তুমি তাকে কত সহজে আরেকজনের দখলে দিয়ে দিলে। কে জানে হয়ত আমার ফুলগুলো শুকাবে ফুলদানী তে....... হয়ত আমার বাগানে পানি দেয়া হবেনা! তবুও আমার কিছুই করার নেই। আমি কেঁদেই যাবো..............আমার স্মৃতির ফুলদানি ভরবো তোমার স্ম্বৃতির শুকনো ফুলে..............
আমার সাদা-মাটা জীবনটা বড্ড জটিল হয়ে গেছে, তুমি জানোনা। তোমার সুখি হওয়ার ছবি দেখলাম। হাসিমুখে বসে আছো, পাশে লজ্জাবনতা কণে। তোমার মুখে সেই চিরচেনা ভাসা হাসি! তাতেই বুঝে নিলাম ভালো আছো। আমি শুধু একা থেকে একা হয়ে যাই। বারবার, অনেক বার.....................।
বি: দ্র: লেখাটা দুপূরে দিয়েছিলাম। অনেকগুলো কমেন্ট আর ভালো লাগা ছিল। ভুল করে ডিলীট হয়ে গেছে, পোষ্ট উদ্ধার করেছি। কিন্তু তার চেয়ে মূল্যবান কমেন্ট গুলো উদ্ধার করতে পারলাম না।