আমিও নাস্তিকদের বিচার চাই। তবে...
তবে, সেই বিচার হতে হবে স্বচ্ছ, সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের। পুরো বিচার ও রিমান্ডপ্রক্রিয়া টিভিতে সরাসরি সম্প্রচার করতে হবে। বিদেশ থেকে আইনজীবী আনতে দিতে হবে। সেই সাথে স্বঘোষিত নাস্তিক ফরহাদ মজহার, নাস্তিকগুরু শফিক রেহমানদেরকেও গ্রেপ্তার করে রিমান্ডে নিতে হবে, তাদের বিচার করতে হবে। এবং সেই সাথে বাংলাদেশ থেকে মার্কিন নাস্তিক মার্ক জুকারবার্গের উদ্ভাবিত ফেসবুক নিষিদ্ধ করতে হবে এবং বাংলাদেশের যারা যারা নাস্তিক জুকারবার্গের ফেসবুক ব্যবহার করে, তাদেরও বিচার করতে হবে। যেসব ব্যক্তি এক ওয়াক্ত নামাজ বা একটা রোজাও কাজা করে, যেসব আস্তিক ছেলেমেয়ে প্রেম করে; ট্রাইবুনাল গঠন করে তাদেরও বিচার করতে হবে।
আমিও চাই বাংলাদেশ থেকে সকল 'মূর্তি' ভেঙে ফেলা হোক, তবে...
তবে, সবার আগে চট্টগ্রামে স্থাপিত শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 'মূর্তি' ভাঙতে হবে। তারও আগে ইসলামের সূতিকাগার সৌদি আরবে অবস্থিত উটের 'মূর্তি' ভাঙতে হবে; ইসলামি রাষ্ট্র ইরানে অবস্থিত কবি শেখ সাদি, কবি ওমর খৈয়াম ও মহাকবি ফেরদৌসির 'মূর্তি' ভেঙে ফেলতে হবে; সৌদি আরব ও ইরান ঐসব 'মূর্তি' না ভাঙলে রিয়াদ ও তেহরান অভিমুখে পায়ে হেঁটে লং মার্চ করে রিয়াদ ও তেহরানে হামলা চালাতে হবে।
আমিও চাই বাংলাদেশে নারীপুরুষের অবাধ বিচরণ বন্ধ হোক, নারীরা পরদা করুক। তবে...
তবে, সবার আগে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে বোরকা পরতে বাধ্য করতে হবে। সেই সাথে পরনারীর সাথে টেলিসঙ্গমকারী আল্লামা হজরত দেলোয়ার হোসেন সাইদি, তার দুই কলিজু এবং কাশিমপুর কারাগারে কয়েদি-নিপীড়ক সমকামী সাকা চৌধুরীকে পাথর নিক্ষেপ করতে হবে অথবা দোররা মারতে হবে।
আমিও মতিঝিলে হেফাজতের আন্দোলনকে সমর্থন করি, তবে...
তবে, তার আগে কিছু প্রশ্নের জবাব চাই। দেশে তো আরো কত সমস্যা আছে, সেগুলোর সমাধান না করে হেফাজত নাস্তিকদের পেছনে লেগেছে কেন? নাস্তিকদের বিচার হলে কি দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে? দ্রব্যমূল্য কবে যাবে? যানজট কমে যাবে? লোডশেডিং দূর হয়ে যাবে? অনন্ত জলিলের ভুলভাল ইংরেজি-উচ্চারণ ঠিকঠাক হয়ে যাবে? অনন্ত-বর্ষার ভাঙা সংসার জোড়া লেগে যাবে? এইসব প্রশ্নের জবাব আগে চাই। হেফাজতের আন্দোলনকে আমিও সমর্থন করব, যদি তারা মতিঝিলে নাস্তিকদের বিচার চাওয়ার পাশাপাশি সাগর-রুনি-বিশ্বজিত্ হত্যারও বিচার চায়, নিখোঁজ বিএনপিনেতা ইলিয়াস আলিরও সন্ধান চায়, বিএনপির আটক নেতৃবৃন্দের মুক্তিও চায়, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিও তোলে, হলমার্ক কেলেঙ্কারির বিচারও চায়, পদ্মাসেতু নির্মাণের দাবিও করে, শেয়ারবাজার কেলেঙ্কারির বিচারও চায়। হেফাজতের আন্দোলনে এসবও অন্তর্ভুক্ত হলে তবেই আমি মতিঝিলে যাব।