
এই মুভির ট্রেইলারে বলা হয়েছে, "Epic tale of human emotions"। মানবের অব্যক্ত অনুভূতির এমন অসাধারণ প্রকাশ এতে রয়েছে যাকে শুধু অনুভবই করা যায়। শব্দে বন্দী করা একে দুঃসাধ্য। অপর্ণা সেন একে সুন্দর একটি জাপানী ছবি আঁকবার সাথে তুলনা করে বলেছেন এটি একটি Lyrical love poem। এই যে একজন সুন্দরবনে এবং অন্যজন জাপানে, এই যে দুজন দুজনের কাছ থেকে এত দূরে, কখনো সামনাসামনি দেখেনি, ভিন্ন বর্ণ এই সব কিছু ছাপিয়ে এই যে একজন মানব এবং মানবীর প্রেম, একে অন্যের প্রতি সতেরো বছরের বেশী সময় ধরে সৎ থাকা, একজন আরেকজনের অনুভূতিকে উপলব্ধি করা এই বিষয়গুলো আমার হৃদয় ছুঁইয়ে গিয়েছে। আমার মতে এটি অপর্ণা সেনের পরিচালিত সেরা মুভি। পরিচালনা, গল্প, অভিনয়, প্রেম-দুঃখ-হাসি, বাঙালীপনা, ব্যাকগ্রাউন্ড মিউজিক, দৃশ্যায়ন, এবং লোকেশন সব মিলিয়ে এটি পুরো ক্লাসিক। IMDB-র রেটিং ১০ এ ৮।
সাঁওতাল মেয়েরা যেভাবে টেনে টেনে ঢং করে "বাঙালী বাবু" শব্দদুটো যাদের জন্য উচ্চারণ করে আমাদের রাহুল বোস বা স্নেহময় চ্যাটার্জী এই মুভিতে তেমনি একজন বাঙালী বাবু। ফতোয়া, ধুতি, বগলে ছাতি নিয়ে একজন খাঁটি বাঙালী



আশা করছি মুভিটা ভালো লাগবে। যদি লেগে থাকে অন্যদের এই মুভি দেখতে অনুপ্রাণিত করুন। নীচে মুভির লিঙ্ক আছে।
http://www.imdb.com/title/tt1620620/
ট্রেইলার
অনলাইনে দেখুন
আমার দেখা ভালোলাগা কিছু মুভির তালিকা
আমার দেখা ভালোলাগা কিছু মুভির তালিকা - ২
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১১ রাত ১২:১১