অনেকদিন পর লিখতে বসলাম।হঠাৎ মনে হলো আজ মা দিবস একটু লিখি যদিও মাকে নিয়ে লিখব লিখব ভাবছিলাম কিন্তু লিখা হচ্ছেনা।মাকে নিয়ে কথাগুলো সব এলোমেলো মনের ভিতর পায়চারি করছে।মাকে নিয়ে অনেক কথা যা সবার মনেই পায়চারি করে সবসময়।সবসময় বলতে ইচ্ছে করে আমার মা শ্রেষ্ঠ মা আরও কতো কিছু।যে সন্তান সে জানে মায়ের কতো কদর।মা কি জিনিষ।
মা ! কোতো কাংখিত একটা শব্দ সবার কাছে। কাংখিত একটা মানুষ,প্রিয়
একটা মানুষ।এমনই এক প্রিয় মানুষ যার ভালোবাসার জন্য আমাদের হাহাকার,যার কষ্টে আমাদের কষ্ট,যার হাসিতে আমাদের তৃপ্তি।এমন কে আছে না যে মায়ের হাসিতে হাসেনা?মায়ের কষ্টে কষ্ট পায়না? কিন্তু আমি সেই হতভাগ্য সন্তান যার মায়ের কষ্টকে দুর করার ক্ষমতা নেই।আমি সেই হতভাগ্য সন্তান যে মায়ের সংসার ভেঙে যায় কিন্তু কিছুই করতে পারিনি।
আমার মা পক্ষাঘাতগ্রস্ত আজ প্রায় এক বছর হলো।এই এক বছরে কতোকিছু বদলেছে।বদলেছে পিতার মন যে ৩০ বছর সংসার করে এখন বলে সে আমাদের সাথে সুখী ছিলনা।সে আমার মাকে,আমাদের ছেড়ে চলে গেছে।তার একবারও মনে হয়নি আমার মা অসহায়।শুনেছি সে আবার বিয়ে করছে,এমনকি সে আমাদের মাকে কোনো ভরনপোষনও দেয়না।আমার মাকে যখন কাদতে দেখি তখন আমরা আমাদের মার সামনে কাদতে পারিনা সে আরও ভেঙে পড়বে বলে।হায় ভাগ্য!!!! আজ মা দিবসে মাকে নিয়ে লিখতে পারলামনা যে মা কতো ভালোবাসে আমাদের,মায়ের কতো অবদান আমাদের প্রতি।কারন এগুলো এখন আর ভাবনায় আসেনা,শুধু ভাবি হায় আমার মা যদি একটু সুখী হতো।মায়ের মুখের একটু হাসির জন্য কতো সাধনা কিন্তু সে হাসিতো অধরা।আল্লাহ যেন এমন ভাগ্য কোন সন্তানকে না দেয় যে তার মাকে ধুকে ধুকে নিঃশেষ হতে দেখে।